টুকরো খবর
অন্যের সই জাল করে ব্যাঙ্ক থেকে কয়েক হাজার টাকা তুলতে গিয়ে হাতে-নাতে ধরা পড়লেন এক ব্যক্তি। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটেছে নন্দীগ্রামের ঘোলপুকুরিয়া বাজারে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের শাখায়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম দিলীপ দাস। তাঁর বাড়ি ঘোলপুকুরিয়া গ্রামেই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রাম-২ ব্লকের ঘোলপুকুরিয়া বাজারে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের শাখায় স্থানীয় সুবদি গ্রামের বাসিন্দা মিলন দাসের একটি অ্যাকাউন্ট রয়েছে। মিলনবাবু তাঁর অজান্তে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কয়েক হাজার টাকা তোলা হয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েছিলেন। মিলনবাবুর অভিযোগ পেয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ নড়েচড়ে বসেন। শুক্রবার দুপুরে দিলীপ দাস ওই ব্যাঙ্কে গিয়ে মিলনবাবুর অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গেলে ধরে ফেলে ব্যাঙ্ক। এদিন মিলনবাবুও টাকা তোলার জন্য ওই ব্যাঙ্কে এসেছিলেন। ফলে দিলীপ সহজেই ধরা পড়ে যান। জিজ্ঞাসাবাদে দিলীপ এর আগেও মিলনের সই জাল করে টাকা তোলার অভিযোগ স্বীকার করেছেন। অভিযোগ পেয়ে নন্দীগ্রাম থানার পুলিশ গিয়ে দিলীপকে গ্রেফতার করে।

দুর্ঘটনায় মৃত্যু
জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটর বাইক আরোহীর। শুক্রবার ভোরে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কের কাষ্টখালিতে ওই দুর্ঘটনা ঘটে। জখম হয়েছেন আরও দুই যুবক। মৃতের নাম শুভব্রত ভট্টাচার্য (২৬)। বাড়ি পশ্চিম মেদিনীপরের রাঙামাটির কাছে। এ দিন ভোরে হলদিয়ার দিকে যাচ্ছিলেন তিন জন। মোটর বাইকটি কাষ্টখালির কাছে একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় শুভব্রতর। অন্য দুই যুবক হলদিয়া হাসপাতালে চিকিত্‌সাধীন।

ডাকাত ধৃত
ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম শেখ রসিদ। বাড়ি গড়বেতা থানার আঁধারনয়ন গ্রামে। পুলিশ জানিয়েছে, গত শনিবার নিমতলা গ্রামের ব্যবসায়ী মলয় চৌধুরীর বাড়িতে হামলা চালিয়ে একদল দুষ্কৃতী নগদ লক্ষাধিক টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দেয়। ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার রাতে ঘাটাল থানার মনোহরপুর থেকে পুলিশ শেখ রসিদকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে পুলিশ মলয়বাবুর মোবাইল উদ্ধার করেছে বলে দাবি পুলিশের। ধৃতকে শুক্রবার ঘাটাল আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন।

নতুন পাঠ্যক্রম
পঁচেটগড় হাইস্কুলে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের উচ্চম্যধ্যমিক পাঠ্যক্রম চালু হল। বৃহস্পতিবার পটাশপুর ২ ব্লকের ওই স্কুলে পাঠ্যক্রমের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের সভাপতি ফাল্গুনী মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন পটাশপুরের বিধায়ক জ্যোতির্ময় কর, স্কুল পরিচালন সমিতির সম্পাদক নীলমাধব দাস অধিকারী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শক্তিপদ বেরা জানান, স্কুলে আগেই ওই মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক পাঠ্যক্রম চালু ছিল। স্কুলেরই শ্রেণিকক্ষে আপাতত নতুন পাঠ্যক্রমের ক্লাস চলবে।”

দিঘায় তলিয়ে মৃত্যু
দিঘার সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক পর্যটকের। মৃত পর্যটকের নাম মনোজ সোনার (৩০)। বাড়ি উত্তর ২৪ পরগনার টিটাগড়ে। বৃহস্পতিবার দুপুরে তিন বন্ধু মিলে সমুদ্রে স্নান করতে নেমেছিলেন। স্রোতের টানে তলিয়ে যান মনোজবাবু। বেশ কয়েক ঘণ্টা পর তাঁর মৃতদেহ সমুদ্রের পাড়ে ভেসে ওঠে।

নন্দীগ্রামে রেল কর্তা
রেল প্রকল্পের জন্য জমি দিয়েও চাকরি না পাওয়ায় ক্ষোভ দানা বাঁধছে। এই খবর পেয়ে শুক্রবার বিকেলে নন্দীগ্রামের হরিপুর পঞ্চায়েতে এলেন রেলের আধিকারিক নিরঞ্জন দাস। গ্রামবাসীরা তাঁকে বলেন, “ইন্টারভিউ দেওয়ার পরেও নিয়োগপত্র আসেনি। চাকরি না মিললে কাজ করতে দেওয়া হবে না।” নিরঞ্জনবাবু বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন তাঁদের।

স্কুলে শিবির
কেশিয়াড়ির খাজরা সতীশচন্দ্র মেমোরিয়াল হাইস্কুলে শুক্রবার এক সচেতনতা শিবির হল। প্রশাসনের উদ্যোগে এই শিবিরে উপস্থিত ছিলেন মহকুমা তথ্য ও সংস্কৃতিক আধিকারিক সৌম্য হালদার। নাটকের মাধ্যমে ছাত্রীদের সচেতন করা, বাল্য বিবাহ, নারী পাচার এবং পণপ্রথা নিয়ে ছাত্রীদের সচেতন করতেই এই শিবির।

রবীন্দ্রজয়ন্তী
দিশা স্পোর্টস এণ্ড কালচারাল সংস্থার পক্ষ থেকে শুক্রবার রবীন্দ্র জন্মজয়ন্তী পালিত হল। গড়বেতায় এক অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত, নৃত্য, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.