|
|
|
|
কার্যালয় দখল করেছে তৃণমূল,
কেশপুরে নালিশ সিপিএমের |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
তৃণমূলের লোকেরা তাদের এক দলীয় কার্যালয় দখল করে নিয়েছে বলে অভিযোগ করল সিপিএম। ঘটনাটি কেশপুর ব্লকের সাহসপুরের। সিপিএমের বক্তব্য, সাহসপুরে লোকাল কমিটির কার্যালয় ছিল। সেটি এখন তৃণমূলের অঞ্চল কার্যালয়ে পরিণত হয়েছে। পুলিশের কাছে অভিযোগ করা হয়েছিল। তবে পুলিশ পদক্ষেপ করেনি।
কেশপুরের সিপিএম বিধায়ক রামেশ্বর দোলুইয়ের কথায়, “সাহসপুর লোকাল কমিটির অফিসটি তৃণমূলের লোকেরা দখল করে নিয়েছে। সামনে যে শহিদবেদি ছিল, সেখানেও তৃণমূলের পতাকা লাগিয়ে দিয়েছে।” তাঁর কথায়, “ওদের এমন কাণ্ড দেখে আমরা লজ্জিত। শহিদবেদি আমাদের। সেখানে এখন তৃণমূলের পতাকা উড়ছে। এ ভাবে আর কতদিন চলে দেখি।” বিধায়কের অভিযোগ, “শুধু এই লোকাল কমিটির অফিস দখল করাই নয়, গত দু’বছরে কেশপুরে বহু দলীয় অফিস আক্রান্ত হয়েছে। দখল হয়েছে। পুলিশের কাছে বারবার অভিযোগ করা সত্ত্বেও পুলিশ পদক্ষেপ করেনি।”দলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে তৃণমূল। তবে তারা মানছে, সাহসপুরের ওই জায়গায় এখন সিপিএমের লোকাল কমিটির কার্যালয় নেই। কেন? তৃণমূলের কেশপুর ব্লক সভাপতি তপন চক্রবর্তীর কথায়, “যাঁর জায়গার উপর পার্টি অফিস ছিল, তিনি এখন তৃণমূলের সমর্থক। ওই ব্যক্তি পার্টি অফিসের ঘরটি একটি সমিতিকে দিয়েছেন।” তাঁর বক্তব্য, “বন্ধ থাকার ফলে আগে ওই ঘরটিতে অসামাজিক কাজকর্ম হত। এখন ওখানে জনকল্যাণ সমিতি চলে। ফলে, অসামাজিক কাজকর্মও বন্ধ হয়েছে।”
সিপিএমের বক্তব্য, কোনও সমিতি নয়, লোকাল কমিটির কার্যালয় দখল করে তৃণমূলের লোকেরা দলের অঞ্চল অফিস করেছে। এই অভিযোগের প্রেক্ষিতে তৃণমূলের ব্লক সভাপতির মন্তব্য, “হয়তো কেউ ওই ঘরটি তৃণমূলের অফিস বলে লিখে দিতে পারে। খোঁজ নিয়ে দেখছি। লেখা হলে তা মুছে দেওয়া হবে।” |
|
|
|
|
|