|
|
|
|
পানীয় জলের দাবিতে অবরোধ |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পানীয় জলের দাবিতে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। শুক্রবার সকালে হলদিয়া-মেচেদা রাজ্য সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন তমলুকের নোনাকুড়ি বাজার এলাকার জানুবসান গ্রামের বাসিন্দারা। অবরোধের জেরে ব্যাপক যানজট হওয়ায় বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। তমলুক থানার পুলিশ বাহিনী গিয়ে গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে অবরোধ তোলে। গ্রামবাসীদের অভিযোগ, এলাকায় নলবাহিত পানীয় জল সরবরাহের ব্যবস্থা থাকলেও অধিকাংশ সময়ে ট্যাপকলে জল আসে না। ফলে পানীয় জল পেতে সমস্যায় পড়ছেন বাসিন্দারা। এলাকার একটি শিশুশিক্ষা কেন্দ্রেও পানীয় জলের ব্যবস্থা না থাকায় সমস্যায় পড়ছে ছাত্র-ছাত্রীরা। পঞ্চায়েতকে জানিয়েও কাজ হয়নি। |
|
কলসি-বালতি নিয়ে পথে। কাঁকটিয়ায় তোলা নিজস্ব চিত্র। |
জানুবসান গ্রামে পানীয় জলের সমস্যার কথা স্বীকার করে স্থানীয় বল্লুক ১ গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান শরত্ মেটিয়া বলেন, “নোনাকুড়ি বাজারে পাম্পহাউসের মাধ্যমে জানুবসান-সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে নলবাহিত পানীয় জল সরবরাহের ব্যবস্থা আছে। ওই সব গ্রামে সরকারি ভাবে বসানো ট্যাপকলের পাশপাশি বেশ কিছু অবৈধ ট্যাপকল থাকার ফলে জলের অপব্যবহার হচ্ছে। এর ফলে কিছু এলাকায় জল সরবরাহ বিঘ্নিত হচ্ছে।” শরত্বাবু বলেন, “আমরা খোঁজ নিয়ে দেখেছি, শুধুমাত্র জানুবসান গ্রামেই ৯২টি অবৈধ ট্যাপকল থাকায় ওই গ্রামের একাংশে নলবাহিত জল সরবরাহ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এর ফলে শিশুশিক্ষা কেন্দ্রের ছাত্র-ছাত্রী সহ এলাকার বাসিন্দারা অসুবিধায় পড়েছেন। অবৈধ ট্যাপকল বন্ধ করতে প্রশাসনিক ভাবে ব্যবস্থা নেওয়া হবে।” ওই শিশুশিক্ষা কেন্দ্রের সামনে গ্রাম পঞ্চায়েতের সিদ্ধান্ত অনুযায়ী শীঘ্রই নলকূপ বসানোর ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। |
|
|
|
|
|