সব ঠিকঠাক চললে নতুন মরসুমের দলবদলে সবচেয়ে বড় চমক বোধহয় দিতে চলেছে মহমেডান! ময়দানে আর্থিক ডামাডোলের মধ্যেও র্যান্টি মার্টিন্স ও বেলো রাজাকের জন্য ঝাঁপালেন সাদা-কালো কর্তারা। শুক্রবার মহমেডানের অন্যতম শীর্ষকর্তা কামারুদ্দিন বললেন, “র্যান্টি আর বেলো রাজি হলে, রবিবারই ঘোষণা করে দেব।” র্যান্টি ও বেলোর সঙ্গে এ বছরই প্রয়াগ ইউনাইটেডের চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তবে র্যান্টির জন্য ঝাঁপালেও, গতবারের তুলনায় মহমেডান অনেক কম টাকার প্রস্তাব দিয়েছে নাইজিরিয়ান স্ট্রাইকারকে। রাতে র্যান্টি অবশ্য দাবি করলেন, “আমার কাছে অনেক ক্লাবের প্রস্তাব আছে। তবে এ দেশে খেললে প্রয়াগেই খেলব। নয়তো বিদেশে।”
মন্দার বাজারে বেসামাল ইস্টবেঙ্গল, মোহনবাগান ও প্রয়াগের কর্তারা দল গড়তে যখন হিমশিম খাচ্ছেন, তখন সেই সুযোগে পুরোদমে মাঠে নেমে পড়েছে মহমেডান। দীর্ঘ দিন বাদে ফের আই লিগে সাদা-কালো ব্রিগেড। তাই দলগঠনে বিন্দুমাত্র ঢিলেমি দিতে চাইছেন না কর্তারা। মহমেডান প্রেসিডেন্ট সুলতান আহমেদ বললেন, “অন্য ক্লাবের অনেক ফুটবলার এখনও চার-পাঁচ মাসের টাকা পায়নি। আমরা দলে কা’কে-কা’কে নিচ্ছি সরকারি ভাবে এখনই বলে দিলে, সেই টাকা আর কোনও দিন পাবে না ওরা। তাই যা বলার রবিবার এ বারের মরসুম শেষ হলেই বলব।” |
|
|
মহমেডানের নজরে বেলো, র্যান্টি। |
|
এ দিকে, মহমেডানকে আই লিগের মূলপর্বে তুললেও পরের মরসুমে মহমেডানের দায়িত্ব নিতে রাজি নন সঞ্জয় সেন!
শুক্রবার ক্লাব প্রেসিডেন্টকে সঞ্জয় বলে দেন, “ব্যক্তিগত কারণে আমি সামনের মরসুমে মহমেডানের দায়িত্ব নিতে পারছি না।” শোনা যাচ্ছে, পৈলান অ্যারোজের সঙ্গে সঞ্জয় সেনের চুক্তি প্রায় পাকা। সঞ্জয়ও বললেন, “মহমেডানে কোচ হলে আমাকে সব টুর্নামেন্ট খেলতে হত। কিন্তু পৈলানকে ফেড কাপ আর আই লিগ ছাড়া কিছু খেলতে হয় না। আমার ছেলের পরের বছর মাধ্যমিক পরীক্ষা। ওকে সময় দিতে চাই।”
সঞ্জয় বেঁকে বসার পর তড়িঘড়ি আলোচনায় বসেন মহমেডান কর্তারা। নতুন কোচ হিসেবে অনেক নাম ভেসে উঠেছে। তালিকায় কার্লোস পাহিরা, সুব্রত ভট্টাচার্য, সন্তোষ কাশ্যপের নামও রয়েছে। এ দিন রাতেই আবার পাঁচ বারের আই লিগ জয়ী কোচ আর্মান্দো কোলাসোকেও প্রস্তাব দেন মহমেডান কর্তারা। আর্মান্দো একেবারে ‘না’ করে দেননি। যদিও কর্পোরেট দলগুলোর মধ্যে একটির সঙ্গে ডেম্পো কোচের কথাবার্তা অনেক দূর এগিয়েছে বলে খবর। সে জন্য হয়তো মহমেডানের প্রস্তাবে আগ্রহ দেখিয়েছেন আর্মান্দো।
এমনকী সুভাষ ভৌমিকের কথাও মাথায় রয়েছে মহমেডানের। সুভাষের চার্চিলে থাকা নিয়ে নানা জল্পনা। রবিবার এয়ার ইন্ডিয়া ম্যাচের জন্য সুভাষ ভৌমিক দলের সঙ্গে পুণে যাননি। ফোনে যদিও বললেন, “একটা অনুষ্ঠানে যোগ দিতে রবিবার আমার কলকাতায় যেতে হবে। আর রবিবারই ম্যাচ পড়েছে। দল চ্যাম্পিয়ন হয়ে যাওয়ায় ছুটি চেয়েছিলাম। আমার ছুটি মঞ্জুর হয়েছে।” শোনা যাচ্ছে, ১৬ মে আলেমাও চার্চিলের জন্মদিনের পার্টিতে আই লিগ জয়ী দলকে সংবর্ধনা দেবে ক্লাব। তখনই আলেমাওর সঙ্গে চার্চিলের বর্তমান টিডির কথা হবে। তার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সুভাষ।
অন্য দিকে, ইস্টবেঙ্গল-সুয়েকা এক রকম পাকা হয়ে গেলেও চার দিন সময় চেয়েছেন জাপানি মিডফিল্ডার। ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্য বললেন, “সুয়েকার সঙ্গে কথা এখনও চূড়ান্ত হয়নি।”
|
শনিবারে আই লিগে
প্রয়াগ ইউনাইটেড: ওএনজিসি (কল্যাণী, ৩.৩০)
পুণেএফসি: পৈলান অ্যারোজ (পুণে)
স্পোর্টিং ক্লুব: মুম্বই এফসি (মারগাও) |