কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত বিভাগ থেকে ভারতীয়রা ৯টা পদক পেলেও কোনও সোনা জিততে পারলেন না। শুক্রবার নয়াদিল্লিতে পুরুষ ও মেয়ে দুই সিঙ্গলসেই সেমিফাইনালে হেরে যান শরথ কমল এবং মৌমা দাস। ডাবলস-সহ বিভিন্ন বিভাগ মিলিয়ে আটটা সেমিফাইনালের ছ’টায় কোনও না কোনও ভারতীয় প্লেয়ার খেললেও তাঁদের মধ্যে কেউই ফাইনালের চূড়ান্ত যুদ্ধে নামতে সফল হননি। সবচেয়ে হতাশাজনক পুরুষ ডাবলসে গত বারের চ্যাম্পিয়ন ভারতীয় জুটি শরথ কমল-শুভজিৎ সাহার ব্রিটিশ জুড়ির কাছে হেরে ব্রোঞ্জ পাওয়া। সিঙ্গলসে বিশ্ব র্যাঙ্কিংয়ে ৭০ নম্বর শরথ কমল সিঙ্গাপুরের ৫৫ নম্বর হু লি-র কাছে ১-৪ গেমে হারেন। মৌমা বরং শীর্ষ বাছাই সিঙ্গাপুরের মেঙ্গু য়ু-র বিরুদ্ধে লড়ে ২-৪ গেমে হারেন। ডাবলসে শামিনিকে নিয়ে খেলে মৌমা অবশ্য ০-৩ গেমে উড়ে যান সিঙ্গাপুরের আর এক শীর্ষ বাছাই ফেং-য়ু জুটির কাছে। গত কালের দুটো রুপো ছাড়াও ভারতের ঘরে ঢুকেছে সাতটা ব্রোঞ্জ।
|
ধোনির ভারতকে বিশ্বকাপ জিতিয়ে নিজের দেশে ফিরে গিয়ে দক্ষিণ আফ্রিকা দলের হেড কোচের দায়িত্ব নেওয়া গ্যারি কার্স্টেন এই অগস্টের শেষেই গ্রেম স্মিথের দলেরও দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। ভারতের মতোই দক্ষিণ আফ্রিকাকেও বর্তমানে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে পৌঁছে দিয়েছেন কার্স্টেন। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ওপেনারের দেশের জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব থেকে এ বছরের শেষে সরে দাঁড়াবার কারণ হিসেবে সরকারি ভাবে দেখানো হয়েছে, “পারিবারিক কারণ।” কার্স্টেনের সন্তানেরা ছোট বলে তাঁকে মাঝেমধ্যেই স্ত্রী-পরিবারের সঙ্গে সময় কাটাতে হচ্ছে ইদানীং।
|
মাদ্রিদে ক্লে কোর্ট মাস্টার্সের ডাবলস কোয়ার্টার ফাইনালে উঠলেন মহেশ ভূপতি-রোহন বোপান্না। ষষ্ঠ বাছাই ভারতীয় জুটি সুপার টাইব্রেকে হারায় আর্জেন্তিনীয় জুড়ি মোনাকো-জেবালসকে ৬-৩, ৩-৬, ১০-৫। তবে লিয়েন্ডার পেজ আর য়ুরগেন মেলজারের অষ্টম বাছাই ভারতীয়-অস্ট্রেলীয় জুটি টমি হাস-রাদেক স্টেপানেকের কাছে স্ট্রেট সেটে হারেন ৫-৭, ১-৬। মেয়েদের ডাবলসে সানিয়া মির্জা আগেই হেরে যাওয়ায় মাদ্রিদে ভারতীয়দের চ্যালেঞ্জ বলতে থাকল শুধু ভূপতি-বোপান্না জুটি। |