এফএ কাপের চূড়ান্ত লড়াইয়ে শনিবার ওয়েম্বলিতে মুখোমুখি ম্যাঞ্চেস্টার সিটি এবং উইগান।
দুই প্রতিদ্বন্দ্বী, দুই চিত্র। ম্যাঞ্চেস্টার সিটি প্রিমিয়ার লিগ টেবলে দ্বিতীয় স্থানে রয়েছে তো আঠারো নম্বরে থাকা উইগান অবনমন বাঁচানোর গেরোয়। মানচিনির ম্যাঞ্চেস্টারের প্রথম দলের ফুটবলারদের গড় দাম যদি ৩৪৫ মিলিয়ন পাউন্ড হয় তো উইগানের মোটে ৬৪ মিলিয়ন পাউন্ড। ব্রিটিশ প্রচারমাধ্যমের মতে ম্যাঞ্চেস্টার সিটির তকমা ‘গোলিয়াথ’ হলে উইগানের ‘ডেভিড’।
কিন্তু বিশেষজ্ঞরা এফএ কাপ ফাইনাল একতরফা হবে ভাবলেও উইগানকে কোনও মতেই দুর্বল প্রতিপক্ষ হিসাবে নিতে রাজি নন ম্যান সিটি অধিনায়ক ভিনসেন্ট কম্পানি। “উইগানের বিরুদ্ধে খেলা মোটেই সহজ হবে না। ওরা এমন টিম যারা বল দখলে রাখতে ভয় পায় না,” বলছেন তিনি। |
|
|
মগজের যুদ্ধে মুখোমুখি মানচিনি ও মার্টিনেজ। |
|
ফাইনালের আগে চোট সারিয়ে আবার ম্যান সিটির প্রথম দলে ফিরতে চলেছেন ইয়া ইয়া তোরে। কিন্তু ঘাড়ের চোটে ফাইনালে থাকবেন না তরুণ তারকা স্কট সিনক্লেয়ার। তোরে এবং ব্যারিকে মাঝমাঠে রেখে সিলভা, তেভেজ আর নাসরিকে দিয়ে আক্রমণ বিভাগ সাজাতে পারেন মানচিনি। কিন্তু সেন্টার ফরোয়ার্ডে আগেরো, না জেকো সেটা নিয়ে দোলাচলে সিটির ইতালীয় কোচ। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ থেকে ছিটকে গিয়ে এবং প্রিমিয়ার লিগ খেতাব চিরপ্রতিদ্বন্দ্বী ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে খুইয়ে এফএ কাপই মানচিনির দলের কাছে শেষ সুযোগ, চলতি মরসুমে সিটির ট্রফি ক্যাবিনেটে একটা ট্রফি রাখার।
অন্য দিকে, ফাইনালের আগে চোটে জর্জরিত উইগান ড্রেসিংরুম। আগেই চোটের কারণে পুরো মরসুমের জন্য বাদ পড়েছেন ফিগেরোয়া। ক্লাবের এত বড় ম্যাচের আগে চোটের তালিকা বাড়িয়েছেন জিন বিউয়িসেজোর (হ্যামস্ট্রিং), ইভান রামিস (হাঁটুর চোট)। তবুও ফাইনালের আগে আত্মবিশ্বাসী উইগান কোচ রবের্তো মার্টিনেজ বলেছেন, “অবশ্যই দুটো দলের মধ্যে সিটি অনেক শক্তিশালী। কিন্তু আমরা সর্বশক্তি লাগিয়ে দেব জেতার জন্য।”
শনিবারের মহারণ জিতলে সপ্তম এফএ কাপ খেতাব পাবে ম্যান সিটি। আর যদি উইগান জেতে, তা হলে ১৯৮০-র ওয়েস্ট হ্যামের পর প্রথম দল হবে যারা প্রিমিয়ার লিগে অবনমনের জায়গায় থেকেও এফএ কাপ জেতার নজির গড়বে। |