সাদা শেভ্রলে ক্যাপটিভা থেকে নেমে যখন ক্যারিংটনে পা রাখলেন, তখন ঘড়িতে কাঁটায় কাঁটায় সকাল সাতটা। ২৭ বছর একই রুটিন। শুক্রবারও অন্যথা হল না। রবিবারই স্যর অ্যালেক্স ফার্গুসনের প্রশিক্ষণে ঘরের মাঠে শেষ ম্যাচে নামছে ম্যান ইউনাইটেড। তার আগে এ দিনই ফার্গির শেষ ট্রেনিং ছিল নিজেদের মাঠে। সোমবার থেকে বদলে যাবে তাঁর রুটিন।
ফিঞ্চ ফার্ম ট্রেনিং গ্রাউন্ডের ছবিটা অন্য রকম। ফার্গুসন যেমন সাতসকালের স্বাস্থ্যকর আবহাওয়াকে ভরপুর কাজে লাগানোর জন্য ভীষণ সময়ানুবর্তী, ডেভিড মোয়েস কিন্তু সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই ঘুমচোখে ফুটবলারদের দৌড় করাতে রাজি নন। সকাল ন’টায় এলেন প্র্যাক্টিসে। এক ঝাঁক ক্যামেরার লেন্স তাক করা তাঁর দিকে। গাড়ি থেকে নেমে হাত নাড়তে নাড়তে ঢুকে পড়লেন ট্রেনিং গ্রাউন্ডে। রবিবার এভার্টনে তাঁরও শেষ ম্যাচ। তার পর ম্যান ইউ কোচ। |
মোয়েসের চেয়ে ফার্গুসনের বিদায়টা যে অনেক বেশি আবেগময় শেষ ম্যাচের পর ফুটবলার, সমর্থকরা যেমন ট্রফি হাতে নিয়ে প্রিমিয়ার লিগ জয়ের আনন্দে মেতে উঠবেন, তেমনই ফার্গির বিদায় বেলায় ওল্ড ট্র্যাফোর্ডের গ্যালারিতে প্রচুর অশ্রুসজল চোখও হয়তো দেখা যাবে রবিবার। অবশ্য কোনও বিশেষ অনুষ্ঠানের আয়োজন নেই। তবে বিদায়ী কোচকে ‘গুডবাই’ জানাতে উড়ে আসছেন ক্লাবের মালিক পরিবার গ্লেজাররা। ম্যাচের পর ফার্গুসন বিদায়ী ভাষণ দেবেন ওল্ড ট্র্যাফোর্ডে। সোমবার সন্ধ্যায় ট্রফি নিয়ে শহর জুড়ে যে ‘ওপেন বাস প্যারেড’ হওয়ার কথা, তাতেও অংশ নেবেন ম্যান ইউয়ের ৭১ বছরের বিদায়ী চুইংগাম কোচ।
মোয়েসকে নিয়ে ম্যান ইউয়ের ফুটবলাররাও যে খুশি, তা রিও ফার্দিনান্দের কথাতেই স্পষ্ট। ফার্দিনান্দ বলেছেন, “এভার্টনে তো উনি বেশ সফল। এখানেও আমাদের সঙ্গে ডেভিডের ভালই বোঝাপড়া গড়ে উঠবে বলে মনে হয়।” তবে মোয়েস যে দলের দায়িত্ব নিয়ে তাঁর পছন্দের বেশ কয়েক জনকে ওল্ড ট্র্যাফোর্ডে আনবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে এভার্টন লেফট ব্যাক লেটন বেনস এবং মিডফিল্ডার ফেলাইনি-র নাম শোনা যাচ্ছে। তবে রোনাল্ডোর ওল্ড ট্র্যাফোর্ডে ফেরা এবং রুনির সেখানে থাকা নিয়ে গুঞ্জন বেড়ে গিয়েছে দুটো ঘটনায়।
বুধবার লা লিগায় মোরিনহোর সঙ্গে সিআর সেভেনের তুমুল ঝামেলা হয়। ফুটেজ দেখিয়ে এক স্প্যানিশ টিভি চ্যানেল দাবি করেছে, রোনাল্ডো সে দিন কোচকে অশ্রাব্য গালিগালাজ করেন। এর পর রোনাল্ডোর মাদ্রিদ ছাড়া নিয়ে অনেকের মনেই আর সন্দেহ নেই। রুনি আবার রবিবার রিজার্ভ বেঞ্চে থাকবেন। ১৬ বছরের রুনিকে মোয়েস তুলে আনলেও একটা আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েন দু’জন। কিছু গোপন কথা প্রকাশ করায় রুনির বিরুদ্ধে মামলা করেন মোয়েস। পরের বছরই ক্ষমা চান রুনি। সেই মোয়েস কি দায়িত্ব নিয়েই রুনিকে তাড়িয়ে দেবেন?
|
ম্যান ইউ আপডেট |
• রবিবার ঘরের মাঠে তাঁর কোচিংয়ে ম্যান ইউয়ের শেষ ম্যাচের পর বিদায়ী ভাষণ ফার্গুসনের।
• নতুন কোচ মোয়েস পুরনো দল এভার্টনের বেনস এবং ফেলাইনি-কে ম্যান ইউতে সই করাতে পারেন।
• দু’দিন আগে রিয়াল ম্যাচে প্রকাশ্যে রোনাল্ডো-মোরিনহো অশ্রাব্য গালি বিনিময়ের পর সিআর সেভেনের ওল্ড ট্র্যাফোর্ডে ফেরা নিয়ে জল্পনা তীব্র।
• ছ’বছর আগে যাঁর বিরুদ্ধে মামলা করেন সেই রুনিকে কি ম্যান ইউয়ের দায়িত্ব নিয়ে দলে রাখবেন মোয়েস? |
|
মর্গ্যান-মোয়েস এক দলে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নতুন কোচ ডেভিড মোয়েসের সঙ্গে ট্রেভর জেমস মর্গ্যানের মিল কোথায়? উত্তরটা হল, ইস্টবেঙ্গল কোচের এক সময়ের সতীর্থ ছিলেন মোয়েস। ১৯৮৭-র ব্রিস্টল সিটি দলে দু’জনেই একসঙ্গে খেলেছেন। মোয়েস সেন্টার ব্যাক. মর্গ্যান সেন্টার ফরোয়ার্ড। পুরনো টিমমেটের স্মৃতিচারণ করতে গিয়ে ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ বললেন, “আমরা এক মরসুম একসঙ্গে খেলেছি। আশা করছি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে মোয়েস সাফল্য পাবে। তবে মোয়েস সরকারি ভাবে দায়িত্ব নেওয়ার পরে ওকে শুভেচ্ছা জানাব।”
|