ব্যাঙ্কে ঢুকে আলমারি ভেঙে টাকা লুঠের ঘটনায় শুক্রবারও কাউকে গ্রেফতার করতে পারল না পুলিশ। তবে ইতিমধ্যে বেশ কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এঁদের মধ্যে ব্যাঙ্কের কর্মী-আধিকারিকেরাও রয়েছেন। জেলা পুলিশ সুপার সুনীল চৌধুরীর বলেন, “তদন্ত চলছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।” মেদিনীপুর শহরের কোতয়ালি বাজার এলাকায় রয়েছে মেদিনীপুর কো-অপারেটিভ এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। ব্যাঙ্কের পাশে কোতয়ালি থানা। বুধবার রাতে এই ব্যাঙ্কে চুরির ঘটনা ঘটে।
|
সুদীপ্ত গুপ্তের স্মরণে রক্তদান শিবির করল এসএফআই। শুক্রবার সংগঠনের জেলা দফতরে এই শিবির অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুধীন্দ্রনাথ বাগ, এবিটিএ’র জেলা সম্পাদক অশোক ঘোষ, এসএফআইয়ের জেলা সম্পাদক সৌগত পণ্ডা প্রমুখ। শিবিরে ৫০ জন রক্তদান করেন।
|
বেশ কিছু দাবিতে শুক্রবার মেদিনীপুর স্টেশনে বিক্ষোভ দেখাল বিজেপি। পরে স্মারকলিপিও দেওয়া হয়। নেতৃত্ব দেন দলের শহর সভাপতি অরূপ দাস। পুরুলিয়া এক্সপ্রেস-সহ যে সব ট্রেন মেদিনীপুর হয়ে যায় তাতে মহিলাদের জন্য কামরা সংরক্ষণ, স্টেশনে বেআইনিভাবে সাইকেল পার্কিং বন্ধ করা-সহ বেশ কিছু দাবি জানানো হয়।
|
চন্দ্রকোনা রোডে সারদার পশ্চিম মেদিনীপুর জেলার একমাত্র মেডিক্যাল ইউনিটটিতে অভিযান চালিয়ে প্রচুর মোটরবাইক উদ্ধার করেছে। বৃহস্পতিবার রাতে গড়বেতা ও চন্দ্রকোনা থানার পুলিশ যৌথ ভাবে অভিযান চালায় চন্দ্রকোনা রোডের ওই ভাড়া বাড়িতে। নম্বরপ্লেট বিহীন ৩৫টি মোটরবাইক, তিনটি এসি মেশিন-সহ আরও নানা জিনিস ও আসবাবপত্র বাজেয়াপ্ত করে পুলিশ। |