কবিপ্রণাম হাওড়ায়
বিভিন্ন অনুষ্ঠানে শ্রদ্ধাজ্ঞাপনের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করলেন সংস্কৃতিপ্রেমী মানুষজন।
বৃহস্পতিবার হাওড়া জেলার জগৎবল্লভপুরের কৃষ্ণনন্দনপুরে জওহর শিশুভবনে পালিত হয় রবীন্দ্রজয়ন্তী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঙ্গীতশিল্পী শুভেন্দু চট্টোপাধ্যায় এবং শুভাশিস মান্না।
ওই দিনই বাগনানের বাঙালপুরের মহিলা বিকাশ কেন্দ্রের উদ্যোগে এবং উলুবেড়িয়া তথ্য ও সংস্কৃতি দফতরের সহযোগিতায় এক অনুষ্ঠানের মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার
রবীন্দ্রজয়ন্তীতে অনুষ্ঠান সিঙ্গুর স্টেশনে। —নিজস্ব চিত্র।
বিধায়ক অরুণাভ সেন, উলুবেড়িয়া তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাজশ্রী মৈত্র, সমাজসেবী গোপাল শেঠ প্রমুখ।
এ ছাড়া, বাগনান গণ সংস্কৃতি পরিষদ ও পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক সমিতির উদ্যোগে বাগনান রেল স্টেশনে আয়োজিত হয় রবীন্দ্র জন্মোৎসবের আসর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমিরুল ইসলাম চৌধুরী।
উলুবেড়িয়ার বীরশিবপুর রোড প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে স্কুল হলে রবীন্দ্রজয়ন্তী পালিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান শিক্ষক শ্যামল মান্না। এ ছাড়া, উদয়নারায়ণপুরের গড়ভবানীপুরে রামপ্রসন্ন বিদ্যানিকেতন পল্লি পাঠাগারের উদ্যোগে পাঠাগারের সেমিনার হলেও রবীন্দ্রজয়ন্তীতে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাগনানের খালোড়ে কালীবাড়ি প্রাঙ্গণে ধানসিঁড়ি পত্রিকার উদ্যোগে রবীন্দ্রজয়ন্তী পালিত হয়। ৮০ জন শিশু শিল্পী অঙ্কন প্রতিযোগিতায় যোগদান করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অতনু মণ্ডল। নাচ, গান, আবৃত্তি ও আলোচনার আসরে প্রতিটি অনুষ্ঠানই ছিল জমজমাট।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.