রাতে নির্জন গঙ্গার ঘাটের এক তরুণী চুপ করে বসে রয়েছেন। আচমকা চটি খুলে জলে ঝাঁপ দিতে উদ্যত হলেন তিনি। তা দেখেই ঘাটে বসে থাকা কয়েক জন ছুটে গিয়ে ওই তরুণীকে ধরে ফেললেন। খবর পেয়ে এল পুলিশ। তরুণীর দাবি, পাড়ার দুই যুবক তাঁর শ্লীলতাহানি করেছে। তিনি প্রতিবাদ করে বিচারের বদলে উল্টে পাড়ার কিছু লোকজনের কাছে অপমানিত হয়েছেন। তাই লজ্জায় আত্মহত্যা করতে এসেছিলেন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বালিতে। বরাহনগরের আলমবাজারের বাসিন্দা ওই তরুণী পুলিশে অভিযোগ করেন, রাস্তায় বেরোলেই পাড়ার কিছু যুবক তাঁকে উত্যক্ত করত। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় যুবক রাজুর সঙ্গে তিনি কথা বলছিলেন। তখন গণেশ সিংহ নামে এক যুবক এসে তাঁকে বিরক্ত করতে শুরু করে। অভিযোগ, তরুণী প্রতিবাদ করলে গণেশ তাঁর শ্লীলতাহানি করে। তাতে সায় দেয় রাজুও। পাড়ার কয়েক জনকে বিষয়টি জানালে তাঁরা গণেশ ও রাজুকেই সমর্থন করে বলে অভিযোগ ওই তরুণীর। এর পরেই বাড়ি থেকে বেরিয়ে গঙ্গার ঘাটে চলে যান তিনি। এ দিকে, মেয়ের আত্মহত্যার চেষ্টার খবর শুনে তরুণীর পরিজনেরা গণেশ ও রাজুর বাড়িতে গিয়ে ঘটনাটি জানতে চান। অভিযোগ, তখন ওই তরুণীর ভাই ও মাকে বেধড়ক মারধর করে অভিযুক্ত যুবকেরা। ওই যুবকদের বিরুদ্ধে শ্লীলতাহানি, মারধর, আটকে রাখা, হুমকি দেওয়া-সহ আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করা হয়। শুক্রবার রাতে গণেশ ও রাজুকে গ্রেফতার করে পুলিশ।
|
হিমঘরের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার সকালে গোঘাটের কামারপুকুর চটিতে পথসভা এবং প্রতীকী অবরোধ করল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির হুগলির শাখার সদস্যেরা। আলুচাষিরাও তাতে সামিল হন। কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া ওই সংগঠনের জেলা সম্পাদক তথা রাজ্য সভাপতি লালু মুখোপাধ্যায় বলেন, “হিমঘরে আলু ঢুকে যাওয়ার পরে হিমঘর কর্তৃপক্ষ ২ মে থেকে কুইন্টালপ্রতি আলুর ভাড়া বাড়িয়েছেন ১৯ টাকা। আগে কুইন্টালপ্রতি আলুর ভাড়া ছিল ১০১ টাকা। এখন হয়েছে ১২০ টাকা। এ জন্যই প্রতিবাদ।” হিমঘরের ভাড়া বৃদ্ধির ফলে আলুর পাইকারি ও খুচরো বিক্রিক্রেত দাম বাড়তে পারে বলে আশঙ্কা মানুষের।
|
পুকুর থেকে মিলল অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৫) দেহ। শুক্রবার, বটানিক্যাল গার্ডেনের কাছে। পুলিশ জানায়, আন্দুল রোডের পাশে একটি পুকুরে দেহটি ভাসতে দেখেন স্থানীয়েরা। ডিসি (সদর) নিশাত পারভেজ জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, ওই যুবক স্থানীয় একটি মদের দোকানে প্রচুর মদ্যপান করে পুকুরে নেমে ডুবে যান। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। |