মামাবাড়িতে বেড়াতে এসে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক কিশোরের। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চণ্ডীতলা থানার মাধবপুর গ্রামে। পুলিশ জানায় মৃতের নাম শেখ রহিম (৪)।
হাটপুকুরের বাসিন্দা রহিম মাধবপুরে মামাবাড়িতে বেড়াতে এসেছিল। এ দিন সন্ধ্যা ৬টা নাগাদ দাদা শেখ জহিরের সঙ্গে সাইকেল চেপে বাজারের দিকে যাচ্ছিল সে। সে সময়ে একটি মাটি-বোঝাই ট্রাক তাদের ধাক্কা মারে। চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় রহিমের। উত্তেজিত জনতা তিনটি মাটির ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পুলিশ গিয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনে। দমকলের দু’টি ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্তে আনে।
|
চুঁচুড়া হাসপাতালে চিকিৎসা চলছে মগরার দুর্ঘটনায় আহত এক জনের। ছবি: তাপস ঘোষ। |
অন্য একটি ঘটনায়, দুই সাইকেল আরোহীকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে ছোট ট্রাক রাস্তার পাশে উল্টে মৃত্যু হল এক জনের। আহত হয়েছেন ১২ জন। পুলিশ জানায় মৃতের নাম মুনেশ্বরলাল সাউ (৫৫)। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মগরার ছোট খেজুরিয়ার জিটি রোডে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এ দিন সকালের দিকে বর্ধমান-ব্যান্ডেল শাখার ডাউন ট্রেন দেরিতে আসায় কিছু স্থানীয় ট্রেনযাত্রী মগরা থেকে একটি ছোট ট্রাক ভাড়া করে জিটি রোড ধরে ব্যান্ডেলের দিকে আসছিলেন। ট্রাকে জনা পনেরো ছিলেন। সকাল সাড়ে ৮টা নাগাদ আদিসপ্তগ্রাম রেল গেটের আগে ছোট খেজুরিয়ার কাছে ট্রাকটি দুই সাইকেল আরোহীকে ধাক্কা মারে। এরপর দ্রুতগতিতে পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার এক গর্তে পড়ে উল্টে যায় গাড়িটি। গাড়ি ফেলে চালক পালান। আহত যাত্রীদের আর্তনাদে স্থানীয় দোকানদার ও বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। দুই সাইকেল আরোহী ছাড়াও এক মহিলা-সহ ট্রাকের ১০ জন যাত্রী আহত হন। তাঁদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। |
মাটি-বোঝাই ট্রাকে আগুন চণ্ডীতলায়। ছবি: দীপঙ্কর দে |
পরে ছ’জনের অবস্থার অবনতি হয়। দুপুর ১টা নাগাদ মৃত্যু হয় মুনেশ্বরলালের। তিনি সাহাগঞ্জের ডানলপ কারখানার ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মী ছিলেন। কারখানা বন্ধ হয়ে যাওয়ার পরে মগরার কাছে এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পাহারাদারের কাজে যোগ দেন। কাজের শেষে এ দিন সকালে সহকর্মী (ডানলপের আর এক প্রাক্তন কর্মী) রামাশঙ্কর সিংহের সঙ্গে সাইকেলে নন্দীবাগানের ঝাঁপপুকুরের বাড়িতে ফিরছিলেন। গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন রামশঙ্করবাবু।
ট্রাকটি পালাতে গিয়ে উল্টে পড়ে। জখম হন ট্রাকের যাত্রী মুন্নি দাস, তাপস রায়, তাপস মালো-সহ ছ’জন। তাপসবাবু বলেন, “দুই সাইকেল আরোহীকে ধাক্কা মারার পর দ্রুতগতিতে পালাতে গিয়ে গাড়িটি রাস্তার গর্তে পড়ে দুর্ঘটনাটি ঘটেছে।”
এ দিকে, দুর্ঘটনার জেরে সাহাগঞ্জের বন্ধ ডানলপ কারখানার কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ট্রাক চালকের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ। |