|
|
|
|
জালিয়াতি দিল্লিতে, ধৃত তৃণমূল-ঘনিষ্ঠ
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
সারদা-কাণ্ডে তৃণমূল নেতাদের যোগসূত্র নিয়ে বিতর্ক তো রয়েছেই। এ বার ভিন্ রাজ্যের একটি জালিয়াতির মামলাতেও জড়িয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম। পুলিশ সূত্রের খবর, দক্ষিণ দিল্লির গ্রিন পার্ক এলাকায় একটি জমি জালিয়াতির ঘটনায় শম্ভুপ্রসাদ সিংহ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি নিজেকে উত্তরপ্রদেশের তৃণমূল নেতা বলে পরিচয় দিয়েছেন। যদিও দলের তরফে তাঁর সঙ্গে তৃণমূলের জড়িত থাকার কথা অস্বীকার করা হয়েছে।
প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিংহের ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দেওয়া থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রকের পরিচয়পত্র জাল করা, এমনকী ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগও রয়েছে শম্ভুপ্রসাদের বিরুদ্ধে। ২০০২ সালে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় সিবিআইয়ের হাতে ধরা পড়েন তিনি।
রাজনৈতিক সূত্রের খবর, প্রাক্তন টেলিকমমন্ত্রী তপন শিকদারের অফিসে অতিরিক্ত ব্যক্তিগত সচিব হিসাবে কাজ করেছেন শম্ভুপ্রসাদ সিংহ। সাম্প্রতিক কালে তৃণমূলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয়। দিল্লি ও কলকাতায় তৃণমূল অফিসে তাঁর যাতায়াত ছিল। একটি সূত্রের খবর, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। মুকুলবাবুর তত্ত্বাবধানে যখন উত্তরপ্রদেশ নির্বাচনের কাজ শুরু হয় তখন এই শম্ভুপ্রসাদই প্রার্থী তালিকা তৈরি করা থেকে শুরু করে অন্য সমস্ত কাজে যুক্ত ছিলেন বলে অভিযোগ।
মুকুলবাবু অবশ্য বলেন, “তৃণমূলের সদস্য ছিলেন না ওই ব্যক্তি। ভোটের আগে আরও পাঁচ জনের মতো তিনি-ও এসেছিলেন। তবে ভোটের কোনও কাজেই তিনি জড়িত ছিলেন না।” একই সুর সাংসদ কাকলি ঘোষদস্তিদারের গলাতেও। তবে দলের তরফে উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত সুলতান আহমেদ বলেন, “উত্তরপ্রদেশ নির্বাচনে উনি (শম্ভু) আমাদের সঙ্গে প্রচারের কাজ করেছেন। তবে তাঁর কী ব্যবসাপত্র রয়েছে, সে ব্যাপারে আমরা ওয়াকিবহাল নই।” |
|
|
|
|
|