|
|
|
|
পদোন্নীত আইএএস হতে দিতে হবে মেধার পরীক্ষা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
চাকরিতে সিনিয়র হওয়ার সুবাদে রাজ্য সিভিল সার্ভিস বা রাজ্য পুলিশ সার্ভিস থেকে যথাক্রমে আইএএস বা আইপিএস হওয়ার সুযোগ বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার। তার বদলে পরীক্ষা দিয়ে ওই স্তরে উন্নীত হতে হবে। মেধাকে গুরুত্ব দিতেই নিয়ম বদল করা হয়েছে বলে জানান প্রশাসনের এক কর্তা।
উচ্চশিক্ষা থেকে শুরু করে সব ক্ষেত্রেই মেধার নিরিখে প্রার্থী বাছাইয়ের কথা বলছে বিভিন্ন আদালত। এ বার পদোন্নতিতে মেধাকে মাপকাঠি করতে চাইছে কেন্দ্রীয় প্রশাসনও। তাই দীর্ঘদিনের চাকরির পরেও পদোন্নতির জন্য পরীক্ষার ব্যবস্থা হচ্ছে। এত দিন কর্মজীবনের নির্দিষ্ট একটা সময় অতিক্রম করার পরে শূন্য পদের সংখ্যা বিচার করে পদোন্নীত করা হত। আনুষঙ্গিক শর্ত হিসেবে থাকত এসিআর বা বার্ষিক গোপন মূল্যায়নের ভাল রিপোর্ট। এ ভাবে ‘সিনিয়রিটি’র ভিত্তিতে রাজ্য সিভিল সার্ভিস বা রাজ্য পুলিশ সার্ভিস থেকে আইএএস বা আইপিএস স্তরে উন্নীত অফিসারদের বলা হত ‘প্রোমোটি’। এ বার থেকে প্রোমোটি বা পদোন্নীত আইএএস বা আইপিএস হতে গেলে পরীক্ষায় বসতে হবে। ওই পরীক্ষা হবে সর্বভারতীয় ভিত্তিতে। থাকবে দু’টি পত্রের লিখিত পরীক্ষা। পরীক্ষার্থী-অফিসারের বয়স হতে হবে ৫৪ বছরের কম। ন্যূনতম আট বছর চাকরি করার পরে ওই পরীক্ষায় বসা যাবে।
সারা দেশে ইচ্ছুক রাজ্য সিভিল সার্ভিস অথবা রাজ্য পুলিশ সার্ভিসের গ্রুপ-এ অফিসারদের জন্য প্রতি বছর দিল্লিতে একই দিনে ওই অভিন্ন পরীক্ষা নেবে ইউপিএসসি। সিনিয়রিটির গুরুত্ব পুরোপুরি উড়িয়ে দেওয়া হচ্ছে না। পদোন্নীত আইএএস-আইপিএস হওয়ার জন্য মোট নম্বরকে চার ভাগে ভাগ করা হচ্ছে। তার মধ্যে চাকরিতে সিনিয়রিটি অনুযায়ী সর্বোচ্চ ২০% বরাদ্দ থাকবে। এ ছাড়া লিখিত পরীক্ষার জন্য বরাদ্দ ৪০% নম্বর, মৌখিকের জন্য ১৫%। ২৫% নম্বর থাকবে সংশ্লিষ্ট অফিসারের কাজের ‘এসিআর’ বা বার্ষিক গোপন মূল্যায়নের উপরে। |
|
|
|
|
|