টানা ছ’মাস কমলো যাত্রী গাড়ি বিক্রি |
গাড়ি সংস্থাগুলির আশঙ্কা জিইয়ে রেখে এপ্রিলেও ১০.৪৩% কমলো দেশের যাত্রী গাড়ি বিক্রির হার। এবং এই নিয়ে টানা ছ’মাস বজায় রইল বিক্রি কমার ধারা। গাড়ি নির্মাতা সংস্থাগুলির সংগঠন সিয়াম জানিয়েছে, এপ্রিলে যাত্রী গাড়ি বিক্রি কমে দাঁড়িয়েছে ১,৫০,৭৮৯। তাদের দাবি, জ্বালানির দাম ও চড়া সুদের কারণে ক্রেতাদের গাড়ি কেনার আগ্রহ কমে যাওয়াই এর কারণ। তার উপর এতে ইন্ধন জুগিয়েছে সামগ্রিক ভাবে দেশের অর্থনীতি নিয়ে অস্থিরতা।আগামী দু’মাসেও চাহিদা এই রকম কম থাকবে বলেই মনে করছেন সিয়ামের ডেপুটি ডিরেক্টর জেনারেল সুগত সেন। তবে তাঁর আশা, এর পর থেকে ধীরে ধীরে বিক্রি বাড়বে। কারণ চলতি মাসের শুরুতেই পেট্রোলের দাম ৩ টাকা কমেছে। রিজার্ভ ব্যাঙ্কও সুদ কমিয়েছে। ফলে এক দিকে যেমন জ্বালানির দাম কমায় গাড়ি বাজারে ফিরবেন ক্রেতা। তেমনই আবার শীর্ষ ব্যাঙ্ক সুদ কমানোয় যদি আগামী দিনে গাড়ি ঋণে সুদ কমে, তবে ফের চাহিদা বাড়ার সম্ভাবনা। ক্রেতারা ইতিমধ্যেই গাড়ি নিয়ে খোঁজখবর নিতে শুরু করেছেন বলেও জানান তিনি।
|
পস্কোর খনি নিয়ে সিদ্ধান্তের ভার গেল কেন্দ্রের হাতে |
জমি-জট কিছুটা আলগা হওয়ার পর এ বার ওড়িশার প্রকল্পে আকরিক লোহা পাওয়া নিয়েও আশার আলো দেখছে পস্কো। কারণ, খণ্ডহর খনির আকরিক লোহা ওই দক্ষিণ কোরীয় ইস্পাত বহুজাতিককেই দেওয়া যাবে কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবার কেন্দ্রের হাতে ছেড়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই সিদ্ধান্তকে স্বাগত জানায় পস্কোর ভারতীয় শাখা। কেন্দ্র দ্রুত সিদ্ধান্ত জানালে প্রকল্পের কাজে গতি আসবে বলেও মনে করছে তারা। ১,২০০ কোটি ডলার ঢেলে বছরে ১.২০ কোটি টনের ইস্পাত কারখানা গড়তে খণ্ডহর খনির আকরিক লোহা অগ্রাধিকারের ভিত্তিতে পস্কোকে দেওয়ার পক্ষে গোড়াতেই সওয়াল করেছিল ওড়িশা সরকার। কিন্তু আপত্তি জানায় জিওমিন সমেত ১৭টি সংস্থা। ওই খনি থেকে আকরিক তোলার দাবিদার ছিল তারাও। এ নিয়ে লড়াই গড়ায় ওড়িশা হাইকোর্টে। পস্কোকে ওই খনি থেকে আকরিক লোহা তোলা বন্ধ রাখতে বলে তারা। সেই রায়ও খারিজ করে দেয় শীর্ষ আদালত।
|
মৎস্য ভেন্ডারদের কর্মশালা হল রামনগর ২ ব্লকের দাদনপাত্রবাড়ে। উপকূল থেকে সামুদ্রিক মাছ সংগ্রহ করে গ্রামে-গঞ্জে ঘুরে ঘুরে যারা বিক্রি করেন, সেই সব মৎস্য ভেন্ডারদের জীবন-জীবিকার মানোন্নয়ন, নিরাপত্তা ও পেশাগত মযার্দার স্বীকৃতি হিসেবে সরকারি পরিচয়পত্র প্রদান-সহ বিভিন্ন বিষয় নিয়ে বৃহস্পতিবারের এই কর্মশালায় বক্তব্য রাখেন ন্যাশনাল ফিশ ওয়াকার্স ফোরামের সম্পাদক প্রদীপ চট্টোপাধ্যায়, দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সাধারণ সম্পাদক দেবাশিস শ্যামল, সৌমেন রায়, মহারাষ্ট্রের পূর্ণিমা মেহের, পূর্ব মেদিনীপুর উপকূলীয় মৎস্য ভেন্ডার ইউনিয়নের সভাপতি অচিন্ত্য প্রামাণিক, সুজয় জানা প্রমুখ। মৎস্য ভেন্ডারদের পক্ষে ৮০ জন ছিলেন।
|
বারোটি তেল-গ্যাস ব্লক ছাড়ল বিপি |
ভারতে লগ্নি করা ২১টি তেল ও গ্যাস ব্লকের মধ্যে ১২টিই ছেড়ে দিল ব্রিটেনের তেল বহুজাতিক বিপি। বছর দুয়েক আগে ৭২০ কোটি ডলার লগ্নি করে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের ২১ টি তেল ও গ্যাস ব্লকে ৩০% শেয়ার কিনেছিল তারা। এর মধ্যে ১২টিই এ বার ছেড়ে দিচ্ছে সংস্থা। বিপি বার্ষিক রিপোর্টে জানিয়েছে, ব্লকগুলিতে তেল ও গ্যাসের ভাণ্ডার এতই কম যে, এক সময় সেগুলিতে টাকা ঢাললেও এখন ছেড়ে দিতে বাধ্য হচ্ছে তারা।
|
এ দেশে ব্যবসার জন্য টাকা ঢালার আগে প্রত্যক্ষ বিদেশি লগ্নির নীতি নিয়ে কিছু প্রশ্নের জবাব চাইল ব্রিটেনের রিটেল বহুজাতিক টেস্কো। মূলত দেশের বাজার থেকে কাঁচামাল (যেমন, কৃষকদের থেকে সব্জি ইত্যাদি খাদ্যপণ্য কেনা) কেনার বাধ্যবাধকতা সংক্রান্ত নিয়মকানুন স্পষ্ট জানতে চেয়ে শুক্রবার বাণিজ্য মন্ত্রী আনন্দ শর্মার সঙ্গে দেখা করেন সংস্থার কর্তা ফিলিপ ক্লার্কে। ছিলেন টাটা গোষ্ঠীর খুচরো ব্যবসা সংস্থা ট্রেন্ট-এর ভাইস চেয়ারম্যান নোয়েল টাটাও। উল্লেখ্য ট্রেন্ট-এর সঙ্গে যৌথ উদ্যোগ রয়েছে ব্রিটেনের সংস্থাটির।
|
আইডিবিআই ব্যাঙ্ক ৯১ দিন থেকে ৬ মাসের কম মেয়াদি আমানতে সুদ ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৭.২৫% করল। ৬ মাস-২৬৯ দিনের জমাতেও ১৫ বেসিস পয়েন্ট কমে তা হল ৮.৫০%। প্রবীণ নাগরিকরা ৬ মাস থেকে ২০ বছর পর্যন্ত মেয়াদের সব জমায় বাড়তি ৫০ বেসিস পয়েন্ট সুদ পাবেন। নয়া হার কার্যকর হবে ১৩ মে। |