টুকরো খবর |
থ্যালাসেমিয়া দিবসে প্রশিক্ষণ স্কুল পড়ুয়াদের
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বুধবার পূর্ব মেদিনীপুরের ৬টি স্কুলে গিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ দিল তমলুক ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন। তমলুক শহরের সান্ত্বনাময়ী বালিকা বিদ্যালয়, তমলুক হাইস্কুল, তাম্রলিপ্ত বালিকা বিদ্যাপীঠ, শালগেছিয়া হাইস্কুল, ডহরপুর হাইস্কুল ও কোলাঘাটের জঁফুলি হাইস্কুলে এ দিন নবম, দশম ও দ্বাদশ শ্রেণিতে থ্যালাসেমিয়া বিষয়ে বিশেষ ক্লাস নেওয়া হয়। অ্যাসোসিয়েশনের সম্পাদক রঘুনাথ দিণ্ডা বলেন, “থ্যালাসেমিয়া রোগ সম্বন্ধে সচেতন করতে ও তা প্রতিরোধের উপায় জানাতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি থ্যালাসেমিয়া রোগীদের জন্য সরকারি ভাবে পরিচয়পত্র দেওয়ার দাবি জানানো হয়েছে স্বাস্থ্য দফতরের কাছে। এই পরিচয়পত্র দেখিয়ে থ্যালাসেমিয়া রোগীরা যাতে সরকারি ভাবে বিনামূল্যে রক্ত পায় তার ব্যবস্থা করতে হবে।”
|
চিকিৎসককে মারধরে ধৃতেরা জেল হেফাজতে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
চিকিৎসককে মারধরের ঘটনায় ধৃতদের জেল হেফাজতে পাঠাল মেদিনীপুর সিজেএম আদালত। খড়্গপুর মহকুমা হাসপাতালের অ্যানাস্থেটিস্ট সায়ন্তন মুখোপাধ্যায়কে মঙ্গলবার দুপুরে মারধর করা হয় বলে অভিযোগ। ময়নাতদন্ত গররাজি হওয়াতেই তাঁকে মারধর করা হয়। ওই চিকিৎসকের অভিযোগের প্রেক্ষিতে যুব কংগ্রেসের খড়্গপুর সদর বিধানসভা এলাকার সভাপতি ধীরাজ যাদব-সহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ। বুধবার আদালত তাঁদের ১১ মে পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। গোটা ঘটনার তদন্তের দাবিতে বুধবার খড়্গপুর হাসপাতালের সুপার দেবাশিস পালের সঙ্গে দেখা করে ‘সার্ভিস ডক্টরস্ ফোরাম’-এর এক প্রতিনিধি দল। ফোরামের বক্তব্য, ময়নাতদন্ত ফরেন্সিক বিভাগের চিকিৎসকদের দিয়েই করাতে হবে। প্রয়োজনে চিকিৎসক নিয়োগ করতে হবে।
|
পুরনো খবর: ময়নাতদন্তে গররাজি, চিকিত্সককে মারধর |
বিয়ে বাড়ির ভোজ খেয়ে অসুস্থ দেড়শো
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিয়ে বাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন প্রায় দেড়শো জন। পরিস্থিতি মোকাবিলায় গ্রামে ক্যাম্প করতে হয়েছে স্বাস্থ্য দফতরকে। সোমবার রাতে বেলদার কুঁকড়াগেড়িয়ায় ছিল বিয়ে বাড়ির ওই অনুষ্ঠান। পাত্রের বাড়ি আমোদপুরে। পাত্রীর কুঁকড়াগেড়িয়ায়। সুষ্ঠু ভাবেই বিয়ে সম্পন্ন হয়। রাতে খাওয়াদাওয়ার পরে বরযাত্রীরা ফিরে যান। মঙ্গলবার বিকেল থেকে বর ও কনে পক্ষের লোকজন অসুস্থ হতে শুরু করেন। কেউ বমি করতে শুরু করেন। কারও জ্বর আসে। শুরুতে ৮২ জনকে বেলদা প্রাথমিক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কুঁকড়াগেড়িয়ায় মেডিক্যাল ক্যাম্প খোলা হয়। বেলদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছেন ১৫ জন। কয়েকজন দাঁতন ২ ব্লকের খন্ডরুই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং পূর্ব মেদিনীপুরের এগরা মহকুমা হাসপাতালেও ভর্তি রয়েছেন। তবে, কারওরই শারিরীক পরিস্থিতির আর অবনতি হয়নি। জেলার ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ত্রিদীপ দাস বলেন, “খাদ্যে বিষক্রিয়ার ফলেই এমন ঘটনা। উদ্বেগের কিছু নেই।”
|
রাজ্যে আরও ছ’টি আইটিইউ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
গুরুতর অসুস্থ রোগীদের সঠিক পরিষেবা দিতে রাজ্য জুড়ে আরও ছ’টি আইটিইউ খোলার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। বুধবার সেখানকার মেডিক্যাল অফিসারদের প্রশিক্ষণ শুরু হল এসএসকেএম হাসপাতালে। প্রথম দফায় ১৫ জন চিকিৎসককে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা সুশান্ত বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন, “কোচবিহার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, বর্ধমান ও মালদহে শীঘ্রই এই আইটিইউগুলি চালু হবে। তাই চিকিৎসকদের হাতেকলমে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা হয়েছে। আইটিইউগুলি চালু হলে গুরুতর অসুস্থতায় রোগীদের কলকাতায় আসার প্রয়োজন কমবে।” একই অভিমত স্বাস্থ্য দফতরের বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান সুব্রত মৈত্ররও। এর ফলে জেলা হাসপাতাল থেকে কলকাতায় রোগী রেফার করার প্রবণতাও ঠেকানো যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
|
স্বাস্থ্য শিবির
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে, বিষ্ণুপুর থানার পরিচালনায় বুধবার বাসুদেবপুর গ্রামে হয়ে গেল স্বাস্থ্য শিবির। উদ্বোধন করেন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের মহকুমাশাসক অদীপকুমার রায়, মহকুমা পুলিশ আধিকারিক পরাগ ঘোষ। বিষ্ণুপুর থানার আইসি স্বপন দত্ত বলেন, “বাসুদেবপুর-সহ এলাকার তিন-চারটি গ্রামের ৩৯৫ জন এ দিন চিকিৎসা পরিষেবা পেয়েছেন। পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সুসম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যেই এই উদ্যোগ।” |
|