বিয়েবাড়ি থেকে ফেরার পথে মিনি ট্রাক উল্টে মৃত্যু হয়েছে চার কনেযাত্রীর। পুলিশ জানায়, মৃতদের নাম লতা দলুই (৫৫), অনিমা মল্লিক (২৮), রঞ্জিত বাগ (৫৫) ও ময়না শী (২৬)। মঙ্গলবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে ইন্দাসের কুমনো পলাশডাঙায়। ইন্দাসের দেউলি থেকে খণ্ডঘোষের রূপসায় ফিরছিলেন ৩৫ জন কনেযাত্রী। তাঁরা সকলেই কমবেশি আহত হন। তাঁদের মধ্যে ২২ জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চার জনকে পাঠানো হয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালে। আহত যাত্রী মিতা মল্লিক, ছোটু সাঁতরারা বলেন, “আমাদের মধ্যে বেশির ভাগই ঘুমিয়ে পড়েছিলেন। আচমকাই গাড়িটি বিকট শব্দ করে উল্টে যায়। পিছনে একটি মিনিট্রাকে আরও কিছু যাত্রী বিয়েবাড়ি থেকে ফিরছিলেন। তাঁরা এসে আমাদের উদ্ধার করেন। গোলামালের মধ্যে উল্টে যাওয়া মিনি ট্রাকের চালক ও খালাসি পালিয়ে যান।” স্থানীয় সূত্রে জানা যায়, অনিমাদেবীর মৃত্যু হয় ঘটনাস্থলেই। বর্ধমান মেডিক্যালে ভর্তির পরে মারা যান রঞ্জিতবাবু ও লতাদেবী। এসএসকেএমের পথে মৃত্যু হয় ময়নার।
|
শিক্ষককে শো-কজ
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
স্কুল চত্বরে প্যান্ডেল করে বিয়েবাড়ির ভোজের আয়োজন দেখে এলেন মানবাজারের অবর বিদ্যালয় পরিদর্শক। জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) বৃন্দাবন দাস বলেন, “মহাড়া নিম্ন বুনিয়াদি স্কুলে প্যান্ডেল তৈরি হওয়ায় স্কুলে পড়াশোনা বন্ধ রয়েছে বলে খবর পেয়েছিলাম। অবর বিদ্যালয় পরিদর্শক বুধবার ওই স্কুল পরিদর্শনে গিয়েছিলেন। ওই স্কুলের প্রধান শিক্ষককে এ জন্য শো-কজ করা হয়েছে।” তবে বুধবার ওই স্কুলে স্বাভাবিক পঠনপাঠন ও মিড-ডে মিল চালু হয়। |