টুকরো খবর |
স্ত্রীকে খুনের অভিযোগ, গ্রেফতার স্বামী
নিজস্ব সংবাদদাতা • মন্দিরবাজার |
স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মন্দিরবাজারের বিদ্যাধরপুর গ্রামে। পুলিশ জানিয়েছে মহিলার নাম যমুনা হালদার (২৫)। স্বামী বুদ্ধদেব হালদারকে গ্রেফতার করেছে পুলিশ। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাত বছর আগে সাগরের ধবলাট গ্রামের যমুনা হালদারের সঙ্গে বিয়ে হয় পেশায় দিনমজুর বুদ্ধদেব হালদারের। ওই দম্পতির দুটি কন্যা সন্তান রয়েছে। মঙ্গলবার সকালে তাঁদের মধ্যে অশান্তি হয়। যমুনাদেবীর আত্নীয়দের অভিযোগ, সেই সময় তাঁকে মারধর করেন বুদ্ধদেববাবু। অসুস্থ অবস্থায় যমুনাদেবীকে স্থানীয় নাইয়ারহাট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। প্রতিবেশী মারফত মেয়ের মৃত্যুর খবর জানতে পারেন যমুনাদেবীর বাবা সন্তোষ দাস। পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সন্তোষবাবুর অভিযোগ, “দুটি কন্যাসন্তান প্রসব করার পর থেকেই মেয়ের উপর শারীরিক ও মানসিক অত্যাচার শুরু হয়।” পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বধূর স্বামীকে গ্রেফতার করা হয়েছে। ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁর ১৪ দিনের জেল হাজত দেন।
|
কবর থেকে শিশুর দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
মাটি খুঁড়ে এক শিশুর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে মোটরভ্যানের ধাক্কায় মৃত্যু হয় মানকি কুমারি নামে এক শিশুর। পরিবারের সঙ্গে সে থাকত বসিরহাটের সোলাদানায় একটি ইটভাটায়। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, গুরুতর আহত শিশুটিকে মোটরভ্যানচালক ও তার সঙ্গীরা বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তখন কাউকে কিছু না বলে তার দেহ কবর দিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে মৃত শিশুর আত্মীয় আদুল মাঝি পুলিশে অভিযোগ দায়ের করেন।
|
রিভলভার-সহ ধৃত
নিজস্ব সংবাদদাতা •স্বরূপনগর |
থানার পুলিশ কৈজুড়ি শ্মশান থেকে গুলিভর্তি রিভলভার-সহ এক বাংলাদেশি দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে রবিবার রাতে ওই ধৃতের নাম উৎপল সরকার। তার বাড়ি বাংলাদেশের বৈকারা গ্রামে। ওই রাতেই হাড়োয়া থানার পুলিশ স্থানীয় সাহেরবাজার এলাকা থেকে গ্রেফতার করে আর এক দুষ্কৃতীকে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সাবির মোল্লা। বাড়ি স্থানীয় শালিপুরের খলিসাদি গ্রামে। তার কাছ থেকে একটি গুলিভর্তি রিভলভার উদ্ধার করেছে।
|
খুনের নালিশ, ধৃত
নিজস্ব সংবাদদাতা • উস্থি |
খুনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে উস্থির পদ্মপুকুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম এন্দাদুল লস্কর। বাড়ি আলমপুরে। পুলিশ সূত্রের খবর, সোমবার বিকেলে পদ্মপুকুর বাজারে একটি মদের দোকানে বচসার সময়ে এন্দাদুল দা দিয়ে কুপিয়ে দেয় কার্তিক মণ্ডল (৩৫) নামে একজন ব্যক্তিকে। ঘটনার পর সে পালিয়ে যায়। কার্তিককে বাণেশ্বরপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
|
৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • হাবরা |
আন্তর্জাতিক জাল নোট পাচার চক্রের দুই পাণ্ডাকে গ্রেফতার করল হাবরা থানার পুলিশ। মঙ্গলবার রাতে হাবরার মনসাবাড়ি এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ধৃতদের নাম আখতার শেখ ও ইসলাম শেখ। বাড়ি মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার মহিষাস্থলিতে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১০০টি জাল ৫০০ টাকার নোট।
|
গুলিতে খুন ব্যবসায়ী
নিজস্ব সংবাদদাতা • উত্তরপাড়া |
দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক স্বর্ণ ব্যবসায়ী। বুধবার উত্তরপাড়ার জিটি রোডে ভদ্রকালী সখেরবাজার এলাকার ঘটনা। নিহতের নাম সাধন মজুমদার (৫০)। পুলিশের অনুমান, দুষ্কৃতীরা তাঁকে দোকানের গেট খুলতে বলে। তিনি রাজি না হলে গুলি করা হয়।
|
ধৃত ৫ ডাকাত |
ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ। মঙ্গলবার রাতে গোপালনগরের আকাইপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের বাড়ি বনগাঁয়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান, ভোজালি, রড, তালাভাঙা যন্ত্রপাতি। অন্যদিকে, বনগাঁর জামতলা থেকে একটি গুলি ভর্তি ওয়ান শাটার-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ।
|
দেহ উদ্ধার |
হাত কাটা অবস্থায় এক মহিলার মৃতদেহ ছোট কলাগাছি নদী থেকে উদ্ধার করল পুলিশ। বুধবার দুপুরের ঘটনা। সন্ধ্যা পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি। পুলিশ একটি খুনের মামলা রুজু করেছে পুলিশ। পুলিশের অনুমান ওই মহিলাকে খুন করা হয়েছে।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধার। জখম হলেন পাঁচজন। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে বনগাঁর কালুপুরে যশোহর রোডে। পুলিশ জানায়, মৃতের নাম মধুবালা (৭০)। বাড়ি হুগলির ভদ্রখালিতে। |
|