|
|
|
|
সিপিএম অফিসে হামলা ভগবানপুরে |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
সিপিএম ও সিপিআইয়ের দলীয় কার্যালয় ভাঙচুর করে জিনিসপত্র পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতা নান্টু প্রধান ও তাঁর বাহিনীর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ভগবানপুর থানা এলাকার দক্ষিণ তিরাইপুর গ্রামে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ তদন্ত করছে।
ভগবানপুর ১ ব্লকের মহম্মদপুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকার দক্ষিণ তিরাইপুরে রয়েছে সিপিএমের শাখা কমিটি ও সিপিআইয়ের ভগবানপুর লোকাল কমিটির অফিস। অভিযোগ মঙ্গলবার রাত ১১টা নাগাদ নান্টু প্রধানের নেতৃত্বে সশস্ত্র বাইকবাহিনী কার্যালয় দু’টিতে ভাঙচুর চালায়। ভাঙা জিনিসপত্র রাস্তায় জড়ো করে আগুন লাগায়। যদিও তৃণমূলের মহম্মদপুর ২ অঞ্চল সভাপতি দেবোপম প্রধান বলেন, “ঠিকাদারের কাছ থেকে চাঁদা তোলার ঘটনাকে কেন্দ্র করে ওদের পার্টি অফিসে হামলা হয়েছে। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিক।” ভগবানপুরের তৃণমূল নেতা স্বপন রায়ের দাবি, সিপিএম-সিপিআই নিজেরাই কার্যালয় ভেঙে নান্টুর উপর দোষ চাপাচ্ছে।
সিপিএমের ভগবানপুর জোনাল কমিটির সম্পাদক সত্যরঞ্জন দাস ও সিপিআইয়ের ভগবানপুর জোনাল কমিটির সম্পাদক অসিতরঞ্জন বেরা জানান, গত বিধানসভা নির্বাচনের পর থেকে মহম্মদপুর ১ ও মহম্মদপুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় দুই দলেরই সাংগঠনিক কাজকর্ম তৃণমূলের সন্ত্রাসে বন্ধ ছিল। কিন্তু সম্প্রতি কার্যালয়গুলি থেকে সাংগঠনিক কাজকর্ম শুরু হয়। পঞ্চায়েত এলাকায় সভা সমিতির পাশাপাশি বাড়ি-বাড়ি গিয়ে প্রচার কাজও শুরু হয়। সিপিএমের জোনাল সম্পাদক সত্যরঞ্জনবাবু বলেন, “আমাদের সাংগঠনিক কাজকর্মে ভয় পেয়ে তৃণমূল দলীয় কার্যালয় ভাঙচুর করেছে।” বিষয়টি পুলিশ সুপারকেও জানিয়েছেন সিপিএম নেতৃত্ব। |
|
|
|
|
|