ডেভিড বেকহ্যাম: ওঁর সাফল্যের কথা ছেড়েই দিলাম। টিম, প্লেয়ার আর সমর্থকদের উপর উনি যে প্রভাব ফেলেছেন, আমার মনে হয় না ফুটবল বিশ্বে কেউ কোনও দিন সেই প্রভাব সৃষ্টি করতে পেরেছে বলে।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো: আপনাকে সব কিছুর জন্য ধন্যবাদ, বস।
মাইকেল ওয়েন: আমি এখনও ঠিক বিশ্বাস করতে পারছি না। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থাকবে আর স্যর অ্যালেক্স থাকবেন না, নাহ্, ভাবতে পারছি না।
সেপ ব্লাটার: স্যর অ্যালেক্সের ফুটবলে যা সাফল্য তাতে ওঁকে গ্রেট ছাড়া আর কিছু বলা যায় না। ওঁর মতো এত দিন ধরে কেউ কি কোনও দিন আর সাফল্যের শীর্ষে থাকবে?”
ডেভিড ক্যামেরন (ব্রিটিশ প্রধানমন্ত্রী ও অ্যাস্টন ভিলা সমর্থক): ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে স্যর অ্যালেক্স ফার্গুসনের সাফল্য অবিশ্বাস্য। আশা করছি ওঁর অবসরের পর আমার টিমের দিনগুলো একটু ভাল হবে!
রয় হজসন: ফুটবল ম্যানেজমেন্টের একটা যুগ শেষ হল। ইংরেজ ফুটবলের জন্য দুঃখের দিন। ফার্গুসনের কৃতিত্ব কারও পক্ষেই ছোঁয়া সম্ভব নয়। |
|
|
ম্যান ইউ ম্যানেজারের সঙ্গে নিজেদের ছবি টুইট করেছেন রোনাল্ডো ও বোল্ট। |
|
উসেইন বোল্ট: ফুটবলের এক বিরাট আইকন ফার্গুসন। আমরা ভিন্ন খেলার প্রতিনিধি হলেও উনি সব সময় আমাকে উৎসাহ দিয়েছেন।
রোরি ম্যাকিলরয়: একটা যুগ শেষ হল। স্যর অ্যালেক্স র্ফাগুসন সর্বকালের সর্বসেরা।
মিশেল প্লাতিনি: একজন সত্যিকারের দূরদর্শী। শুধু স্কটল্যান্ড বা ইংল্যান্ড নয়, বিশ্বফুটবলে ওর অবদান বিশাল।
রুদ ফান নিস্তেলরুই: ২০০১-২০০৬, ২১৯ ম্যাচ, ১৫০ গোল, ফুটবল ইতিহাসের সফলতম ম্যানেজারের নেতৃত্বে।
ববি চার্লটন: অসাধারণ ম্যানেজার। যা করেছে সবই অসাধারণ। একজন সেনসেশন্যাল ব্যক্তিত্ব বলতে যা বোঝায়, সব অর্থেই স্যর অ্যালেক্স তাই।
জনৈক ম্যাঞ্চেস্টার ভক্ত: আমি তো ভেবেছিলাম স্যর অ্যালেক্স ফার্গুসন মাঠেই মারা যাবেন!
|
ম্যাঞ্চেস্টারে ফার্গুসন |
|
যোগদান: ১৯৮৬, পঁয়তাল্লিশ বছর বয়সে। পূর্বতন খারিজ কোচ রন অ্যাটকিনসন-এর জায়গায়।
নাইটহুড: ১৯৯৯। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ম্যানেজার হিসেবে ত্রিমুকুট জেতার পর ‘স্যর’ উপাধি।
অবসর: ২০১৩, টানা ২৭ বছর টিম-বস থাকার পর একাত্তর বছর বয়সে।
বিশ্বমানের ফুটবলার সৃষ্টি: ডেভিড বেকহ্যাম, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ওয়েন রুনি, রায়ান গিগস, পল স্কোলস, রুদ ফান নিস্তেলরুই, এরিক কঁতোনা, পিটার স্কিমিচেল, জাপ স্টাম, টেডি শেরিংহাম, ডোয়াইট ইয়র্ক, রয় কিন, সেবাস্তিয়ান ভেরন, ওলে গানার সোলজায়ের, লরা ব্লাঁ।
ব্যক্তিগত মুকুট: এফএ বর্ষসেরা কোচ (১০)।
উয়েফা বর্ষসেরা কোচ (১)।
ওবিই (’৮৫)। সিবিই (’৯৫)।
নাইটহুড (’৯৯)। ওল্ড ট্র্যাফোর্ডের নর্থ স্ট্যান্ডের নামকরণ ‘স্যর অ্যালেক্স ফার্গুসন স্ট্যান্ড’ (২০১১)। |
|