একটা সময়ে ক্রিকেটাররা গভীর ভাবে বিশ্বাস করত যে, টি-টোয়েন্টিতে ভাগ্যের ভূমিকা থাকে। সেই ধারণাটা অনেকটাই বদলে দিয়েছে আইপিএল। আর তাই আজকাল ম্যাচ হারার পর ভাগ্যকে দোষ দেওয়ার বদলে খেলায় কোন কোন ভুলগুলো না করলে জেতা যেত, সেটা দেখিয়ে দেওয়া যায়।
মঙ্গলবার মুম্বইয়ে আমাদের হারেরও এমনই একটা ময়নাতদন্ত করা গিয়েছে। দেখা যাচ্ছে, সব বিভাগেই ওরা আমাদের থেকে ভাল খেলে জিতেছে। এই টুর্নামেন্টের অন্যতম সেরা বোলিং লাইন আপ মুম্বইয়ের। আর ওদের প্রত্যেক বোলার যখন একসঙ্গে নিজেদের সেরা বোলিং করে, তখন কোনও টিম ওদের বিরুদ্ধে সহজে রান তুলতে পারবে না। আমরাও পারিনি।
আমাদের সমীকরণটা এখন খুব সহজ। নিজেদের শেষ চারটে ম্যাচ জিততেই হবে। সেটাও যথেষ্ট না হতে পারে। এখনও একটা ক্ষীণ আশা রয়েছে। এখনও প্লে অফে যেতে পারি যদি ভাগ্য পাশে থাকে!
গত বার আমরা টানা সাতটা ম্যাচ জিতেছিলাম। তাই টানা চারটে জেতা নিয়ে দলে আত্মবিশ্বাসের অভাব নেই।
মাঠের বাইরে, ব্রেট লি-কে গুডবাই বলার সময় আমাদের সবারই মন একটু খারাপ হয়ে গেল। চোট থাকায় ব্রেটকে ফিরে যেতে হল। ব্রেট আর ওর গিটার নেই বলে এখন থেকে আমাদের সন্ধেগুলো চুপচাপ হয়ে যাবে। বিকল্প হিসেবে আমরা সবাই গোতিকে কয়েকটা সুর শেখার জন্য চাপ দিচ্ছি। কিন্তু ও সম্ভবত অধিনায়কত্ব নিয়ে বেশি ব্যস্ত!
আজ পুণের বিরুদ্ধে ম্যাচটা বেশ বিপজ্জনক। ডোনাল্ডদের হারানোর কিছু নেই বলেই ঘরের মাঠে সমর্থকদের মুখে হাসি ফোটানোর একটা মরিয়া চেষ্টা করবে। আমাদের জন্য এটা মরণ-বাঁচন ম্যাচ। পুণে ম্যাচের পরের দিন আর একটা গুরুত্বপূর্ণ লড়াই রয়েছে— কালিস-ম্যাকলারেন বনাম দুশখাতে-মর্গ্যান গল্ফ কোর্সে রিম্যাচ! সে দিন কোনও অফ-ডিউটি রেফারিকে খেলার উপর কড়া নজর রাখার জন্য অনুরোধ করতে হবে। যাতে আইরিশ/ডাচ জুটির গত সপ্তাহের বিতর্কিত জয়ের পর গল্ফ কোর্সে নতুন চোট্টামি না হয়!আগামী দু’সপ্তাহ ক্রিকেটের জন্য নিজের সবটুকু নিংড়ে দেব। তার পরে লম্বা ছুটিতে যাচ্ছি ব্যাটারি রিচার্জ করে নিতে। যাতে পরের বিশ্বকাপ পর্যন্ত লড়ার শক্তি পাই। |