জঙ্গলে ঘেরা একচিলতে ওই সমুদ্রতটে এখন ভরে রয়েছে লক্ষ-লক্ষ ‘অলিভ রিড্লে’। ডিম ফুটে বেরনোর পরই একরত্তি ওই কচ্ছপ-ছানারা ছুটছে বঙ্গোপসাগরের দিকে।
ওড়িশার কেন্দাপড়া জেলার ভিতরকণিকা অভয়ারণ্যের গহিরমাথার ওই সমুদ্রতটের ছবিটা এখন এমনই। রাজনগর ম্যানগ্রোভ (বন্যপ্রাণী) বন বিভাগের ডিভিশনাল ফরেস্ট অফিসার মনোজ কুমার মহাপাত্র জানান, এ বছর মার্চ মাসে হাজার-হাজার কিলোমিটার সাঁতরে প্রায় সাড়ে ৪ লক্ষ ‘অলিভ রিড্লে’ কচ্ছ্বপ প্রত্যন্ত এলাকার ওই সমুদ্রতটে ডিম দিতে জড়ো হয়েছিল। মা-কচ্ছপগুলি অনেকদিন আগেই সমুদ্রে ফিরে যায়। ডিম ফুটে বের হওয়ার পর এখন ছানারা ছুটছে সে দিকেই। |
মনোজবাবু জানান, তিনদিন ধরে ডিম ফেটে বাচ্চা বার হতে শুরু করেছে। প্রায় ২০ লক্ষ ছোট্ট কচ্ছপ সমুদ্রে নেমেছে। সপ্তাহখানেক ধরে ওই প্রক্রিয়া চলবে। বনকর্মীরা জানিয়েছেন, তটের বালির প্রায় পুরোটাই এখন একরত্তি ওই সব কচ্ছপে ঢেকে রয়েছে।
গবেষক, পরিবেশপ্রেমী পর্যটকরা অবশ্য ওই সমুদ্রতটে যাওয়ার অনুমতি পাননি। প্রশাসনিক সূত্রে খবর, গহিরমাথার ওই এলাকার কাছেই সামরিক বাহিনীর ‘টেস্ট রেঞ্জ’ হুইলার দ্বীপ। সে কারণেই সাধারণ মানুষের জন্য ওই নিষেধাজ্ঞা বহাল করা হয়েছে।
পরিবেশবিদরা জানান, বহু বছর ধরে ওই সমুদ্রতটে ডিম পারতে পৌঁছয় অলিভ রিড্লে-রা। কিন্তু, সম্প্রতি ওই তটও ভাঙনের কবলে পড়ায় কচ্ছ্বপদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত অনেকেই। |