অসমের যোজনা বরাদ্দ বাড়ল ১৯%
ন্নয়নখাতে বরাদ্দ অর্থের ব্যবহারে অসম সরকারের পদক্ষেপে খুশি যোজনা কমিশন। তারই ‘পুরষ্কার’ হিসেবে চলতি আর্থিক বছরে ওই রাজ্যের যোজনা-বরাদ্দ ১৯ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হল। এর জেরে ২০১৩-১৪ অর্থবর্ষে সাড়ে ১২ হাজার কোটি টাকা পাবে অসম। আগের বছরের তুলনায় তা প্রায় ২ হাজার কোটি টাকা বেশি।
গতকাল নয়াদিল্লিতে যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান মন্টেক সিংহ অহলুওয়ালিয়ার সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। কমিশনকে তিনি জানান, ২০১২-১৩ আর্থিক বছরে যোজনা-বরাদ্দের সাড়ে ১০ হাজার কোটি টাকার মধ্যে বিভিন্ন প্রকল্পে ৭ হাজার ৮০০ কোটি টাকা খরচ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল, প্রাকৃতিক দুর্যোগ, সাম্প্রদায়িক সমস্যা, পঞ্চায়েত নির্বাচনের মতো কয়েকটি কারণে সব প্রকল্প সম্পূর্ণ করা যায়নি। সে জন্য সব টাকাও খরচ হয়নি। একইসঙ্গে তিনি জানিয়ে দেন, পরিকল্পনামতো সমস্ত প্রকল্পের কাজ শেষ করতে রাজ্য সরকার সচেষ্ট। চলতি আর্থিক বছরেই কমিশনের সেই প্রত্যাশা তাঁরা পূরণ করতে পারবেন বলেও মুখ্যমন্ত্রী আশাপ্রকাশ করেন।
অহলুওয়ালিয়া জানান, কয়েক বছর ধরে অসমের আর্থিক বিকাশে তাঁরা সন্তুষ্ট। ওই রাজ্যে কমিশনের বরাদ্দ অর্থেরও সঠিক ব্যবহার করা হয়েছে। তাতে কৃষি, মানবসম্পদ উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে যথেষ্টই উন্নতি হয়েছে। তবে সাক্ষরতার ক্ষেত্রে পুরুষ (৭৮.৮১ শতাংশ) ও মহিলাদের (৬৭.২৭ শতাংশ) অনুপাতের ব্যবধান কমাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলেন অহলুওয়ালিয়া। কৃষি ও বিদ্যুৎ-এর ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং রাজ্যের প্রতিটি বসতি এলাকায় পানীয় জল পৌঁছে দিতে দ্রুত পদক্ষেপ করারও পরামর্শ দেন তিনি।
মন্টেক জানিয়েছেন, এ বছর নভেম্বরে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং বিশেষজ্ঞদের নিয়ে গুয়াহাটিতে সিআইআই-এর অধিবেশনের আয়োজন করা হতে পারে। ওই বৈঠকে গত দশকে অসমের প্রযুক্তির বিকাশ এবং আগামী পাঁচ বছরে বিদেশি বিনিয়োগের বিষয়ে আলোচনা করা হবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.