অসম থেকেই পঞ্চম বার রাজ্যসভায় যাবেন মনমোহন
গামী ৩০ মে অসমে রাজ্যসভার দু’টি আসনে নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রী-সহ রাজ্যসভার দুই সাংসদের কার্যকালের মেয়াদ ১৪ জুন শেষ হচ্ছে। আজ রাজ্যসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়। ফলে চতুর্থবারের জন্য সাংসদ হিসেবে আজই, সংসদে শেষ দিন কাটিয়ে ফেললেন মনমোহন সিংহ। তবে, পঞ্চমবারের জন্য মনমোহনের সাংসদ হওয়া কার্যত সময়ের অপেক্ষা। বিরোধী দলনেতা অরুণ জেটলি বলেই দেন, “নেহাতই নিয়মরক্ষার খাতিরে মনমোহনের কার্যকাল শেষ হল। আমরা নিশ্চিত তিনি আবারও নির্বাচিত হয়ে আমাদের পথ দেখাবেন।” পঞ্চমবারের জন্য সাংসদ হওয়ার লড়াইয়ে অসম থেকেই লড়বেন মনমোহন।
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী তরুণ গগৈ মনমোহনকে এ ব্যাপারে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়ে রেখেছেন। আজ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে গগৈ মনমোহনের সঙ্গে দেখাও করেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, শীঘ্রই মনোনয়নপত্র দাখিল করতে তিনি গুয়াহাটি আসবেন।
আজ, মোট আটজন সাংসদের কার্যকালের মেয়াদ শেষ হল। চেয়ারম্যান হামিদ আনসারি আট বিদায়ী সদস্যকে তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য অভিনন্দন ও ধন্যবাদ জানান। মনমোহন ছাড়াও অসম গণ পরিষদের সাংসদ কুমার দীপক দাসেরও এটিই ছিল শেষ অধিবেশন। বিদায়ী সদস্যরা একমত, সংসদে শান্তি বজায় না রাখতে পারলে কোনও আলোচনাই ফলপ্রসূ হওয়া সম্ভব নয়।
এ দিকে, নির্বাচন কমিশন জানিয়েছে, পরবর্তী রাজ্যসভার সদস্য নির্বাচনের বিজ্ঞপ্তি ১৩ মে প্রকাশিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২০ মে। মনোনয়নপত্র খতিয়ে দেখা হবে ২১ মে। ২৩ মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ৩০ মে, সকাল ৯টা থেকে বিকেল ৪টে অবধি ভোটগ্রহণ চলবে। বিকাল ৫টা থেকে শুরু হবে ভোটগণনা।
তবে, মনমোহন সিংহর বিরুদ্ধে মনোনয়ন জমা না পড়লে অবশ্য নির্বাচনের দরকার পড়বে না। গত বার প্রাক্তন কেন্দ্রীয় কংগ্রেসি মন্ত্রী মাতঙ্গ সিংহ এইউডিএফ-এর হয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মনোনয়ন জমা দিয়েছিলেন। তবে শেষ অবধি তিনি নাম প্রত্যাহার করায় মনমোহন ও কুমার দীপক দাস দুজনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ বার, প্রধানমন্ত্রী তো বটেই, সংখ্যাগরিষ্ঠতার জোরে সম্ভবত দ্বিতীয় আসনটিও কংগ্রেসেরই দখলে আসবে। ১২৬ আসনের বিধানসভায় কংগ্রেসের বিধায়ক সংখ্যা ৭৯। জোট শরিক বিপিএফ-এর বিধায়ক সংখ্যা ১২।
প্রধানমন্ত্রী ১৯৯১ সাল থেকেই অসমের সাংসদ। সে বার, আদতে পঞ্জাবের গাহ গ্রামের বাসিন্দা মনমোহন ও তাঁর স্ত্রী গুরশরণ কৌরকে গুয়াহাটিতে বাড়ি ‘ভাড়া’ দিয়েছিলেন তদানীন্তন মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকিয়া। তখন থেকেই প্রধানমন্ত্রীর বাড়ির ঠিকানা ‘হাউস নম্বর ৩৯৮৯, নন্দন নগর, ওয়ার্ড নম্বর ৫১, সরুমটোরিয়া, দিসপুর, গুয়াহাটি ৭৮১০০৬, অসম।’


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.