মহানগরীর জনবহুল এলাকায় আবাসন তৈরির জন্য বোর্ড লাগাতে গিয়ে কিছু লোকের হাতে মারধর খেলেন একটি বেসরকারি সংস্থার পদস্থ মহিলা কর্মী। তাঁর শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। হামলাকারীদের বাধা দেওয়ায় কিছু নিরাপত্তারক্ষীকেও বেধড়ক মারধর করা হয়। আবাসনের জমি নিয়ে বিরোধেই এই হামলা বলে প্রাথমিক ভাবে জানিয়েছে পুলিশ।
বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে বালিগঞ্জ সার্কুলার রোডে। সেখানেই ওই বেসরকারি সংস্থার কর্তাদের জন্য আবাসন তৈরির কাজ শুরু হয়েছে। এ দিন সেখানে সংস্থার নামাঙ্কিত বোর্ড লাগাতে গিয়েছিলেন ওই মহিলা কর্মী। অভিযোগ, সেই সময় এক ব্যবসায়ী এবং তাঁর কয়েক জন সঙ্গী সেখানে ঢুকে পড়েন। তাঁরা বোর্ড লাগাতে বাধা দেন এবং ওই মহিলার শ্লীলতাহানি ও মারধর করেন। ওই সংস্থার তরফে কড়েয়া থানায় শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ দায়ের করা হয়েছে। রাত পর্যন্ত অভিযুক্তদের কাউকেই গ্রেফতার করা যায়নি।
পুলিশি সূত্রের খবর, ওই সংস্থার অফিস জওহরলাল নেহরু রোডে। তাদের ডিরেক্টরদের জন্যই ওই আবাসন তৈরি করা হচ্ছে। কয়েক দিন আগে সেখানে কাজ শুরু হয়েছে। এ দিন বিকেল ৪টে নাগাদ সংস্থার এক পদস্থ মহিলা কর্মী সেখানে যান। অভিযোগ, তিনি সংস্থার বোর্ড লাগাতে গেলে ঋষি জৈন নামে এক নির্মাণ ব্যবসায়ী এবং তাঁর ৬-৭ জন সঙ্গী জোর করে ঢুকে পড়ে তাঁকে বাধা দেন। মহিলা রুখে দাঁড়ানোয় তাঁর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।
ওই বেসরকারি সংস্থার উচ্চপদস্থ কর্তা চন্দ্রশেখর সোনি পুলিশকে জানান, মহিলার চেঁচামেচিতে কয়েক জন নিরাপত্তারক্ষী ছুটে আসেন। কিন্তু ঋষি এবং তাঁর দলবল মহিলা ও রক্ষীদের মারধর শুরু করেন। শেষে সকলকে ধাক্কা মেরে প্রকল্পের বাইরে বার করে দিয়ে ভিতর থেকে দরজায় তালা দিয়ে দেন ঋষিরা। ওই মহিলা কর্মী অফিসে ফোন করে পুরো বিষয়টি জানান। ঘটনাস্থলে যান চন্দ্রশেখর। তিনি ওই মহিলা এবং নিরাপত্তারক্ষীদের নিয়ে কড়েয়া থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও পরে পুলিশ গিয়ে প্রকল্পের ভিতরে কাউকেই খুঁজে পায়নি বলেই দাবি করেছে।
কিন্তু হঠাৎ এই হামলা এবং মারধর ও শ্লীলতাহানি কেন? জমি নিয়ে কাজিয়াই এর কারণ বলে পুলিশি সূত্রের খবর। চন্দ্রশেখর পুলিশকে জানিয়েছেন, ঋষিদের একটি নির্মাণ সংস্থা রয়েছে। যে-জমিতে চন্দ্রশেখরদের সংস্থার আবাসন তৈরি হচ্ছে, সেটি নিয়ে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছে ঋষির সঙ্গে। পুলিশ জানায়, লিখিত অভিযোগের ভিত্তিতে শ্লীলতাহানি ও মারধরের মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। |