টুকরো খবর
ইন্টারনেটে রিটার্ন জমা
এখন থেকে বছরে ৫ লক্ষের বেশি রোজগার যাঁদের, ইন্টারনেটের মাধ্যমে তাঁদের আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক বলে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ। গত ৩১ মার্চ শেষ হওয়া ২০১২-’১৩ অর্থবর্ষের রিটার্ন জমা থেকেই নতুন নিয়ম কার্যকর হচ্ছে বলে জানিয়েছে তারা। এত দিন আয় ১০ লক্ষ টাকা ছাড়ালে তবেই ইন্টারনেটে রিটার্ন জমা দিতে হত। নতুন নিয়মেও অবশ্য আয়করদাতাদের কর সংক্রান্ত সমস্ত কাগজপত্র বেঙ্গালুরুর সেন্ট্রাল প্রসেসিং কেন্দ্রেই পাঠাতে হবে। পাশাপাশি, এই রিটার্ন জমা দেওয়ার জন্য ডিজিটাল সিগ্‌নেচার বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে প্রত্যক্ষ কর পর্ষদ।

স্বনির্ভরদের গৃহঋণ
যাঁরা নিজেরাই ব্যবসা বা এ ধরনের কোনও কাজের সঙ্গে যুক্ত তাঁদের জন্য বিশেষ ‘এমপাওয়ার হোম লোন’ প্রকল্প আনল অ্যাক্সিস ব্যাঙ্ক। এর অধীনে ঋণ শোধের ভাল রেকর্ড থাকলে ২, ৩ এবং ৫ বছরের শেষে সুদে ছাড় পাওয়া যাবে। প্রকল্পটির সুদ পরিবর্তনশীল। সর্বনিম্ন ১০ লক্ষ টাকা এবং টিয়ার ১ ও টিয়ার ২ শহরে সর্বাধিক ১ কোটি টাকার গৃহঋণের জন্য আবেদন করা যাবে। অন্যান্য শহর এবং গ্রামে তা ৫০ লক্ষ টাকা। ১৫ বছর পর্যন্ত ঋণ শোধের সুযোগ পাওয়া যাবে বলে জানিয়েছে ব্যাঙ্ক। তবে ঋণ শোধের সময়ে সর্বাধিক বয়স হতে হবে ৬৫। শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই এই প্রকল্পে ঋণ নিতে পারবেন।

মিউচুয়াল ফান্ডের শাখা
লগ্নিকারীদের কাছে আরও বেশি করে পৌঁছতে দেশ জুড়ে ১০টি রাজ্যের বিভিন্ন ছোট শহরে নতুন ২০টি শাখা খুলল এইচডিএফসি মিউচুয়াল ফান্ড। পশ্চিমবঙ্গে কল্যাণী ও শ্রীরামপুরে এই শাখা খোলা হয়েছে বলে জানিয়েছে সংস্থা। এ ছাড়াও গুজরাত, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ইত্যাদি রাজ্যে এই শাখা খোলা হয়েছে। বিহার ও ছত্তীসগঢ়ে লগ্নিকারীদের জন্য খুলেছে দু’টি বিশেষ সহায়তা কেন্দ্রও।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.