বিয়ে দেওয়ার নামে যুবতীকে বিক্রি করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। কাশ্মীর থেকে উদ্ধার করা হয় ওই যুবতীকে। ধৃত রফিকুল শেখকে বুধবার বোলপুর আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। সরকারী আইনজীবী ফিরোজকুমার পাল বলেন, “অপহরণ ও ফুসলিয়ে নিয়ে গিয়ে বিক্রি করার অভিযোগে ধৃতেকে আদালতে তোলে পুলিশ। এসিজেএম পীযূষ ঘোষ তার জামিন আবেদন নামঞ্জুর করে দেন। বিচারকের নির্দেশে উদ্ধার হওয়া ওই যুবতীর জবানবন্দী রেকর্ড করা হয়েছে।”
পুলিশ সূত্রে খবর, লাভপুর থানা এলাকার বাসিন্দা ওই যুবতীর সঙ্গে আলাপ থাকার সুবাদে দুর্গাপুরে এক যুবকের সঙ্গে তার বিয়ের প্রস্তাব দেয় নানুরের ফতেপুর গ্রামের যুবক রফিকুল। সেই মতো বছর চারেক আগে জনা কয়েক বরযাত্রী-সহ ওই যুবতীর বিয়ে দেওয়া হয়। পরে রফিকুল ফিরে আসে। ওই যুবতীর বিধবা মায়ের অভিযোগ, “এক দিন মেয়ে ফোনে খবর দেয় সে কাশ্মীরে রয়েছে। ৫০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে রফিকুল।” তার পরে তিনি নানুর থানায় অভিযোগ করেন। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, কাশ্মীরের বারামুল্লার পাতান থানা এলাকার তিকলবাল গ্রামে রয়েছে ওই যুবতী। ২৯ এপ্রিল নানুর থানার সাব-ইন্সপেক্টর আফরোজ হোসেনর নেতৃত্বে দু-জন মহিলা পুলিশ-সহ জেলা পুলিশের একটি দল ওখানে পৌঁছয়। ২ মে সংশ্লিষ্ট থানার সহায়তায় ওই যুবতীকে উদ্ধার করে বীরভূম জেলা পুলিশের দল। ৭ মে পুলিশ তাঁকে নিয়ে নানুরে ফেরে। এসপি মুরলীধর শর্মা বলেন, “নিখোঁজের মায়ের অভিযোগের ভিত্তিতে রফিকুলকে ধরা হয়েছে।” |