পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর শেখ নাজিরুদ্দিনকে সাঙ্গপাঙ্গ জুটিয়ে মারধর ও হেনস্থা করার অভিযোগ উঠল ওই ওয়ার্ডের তৃণমূলের দায়িত্বে থাকা নেতা শেখ হাসমতের বিরুদ্ধে। পাল্টা অভিযোগে ওই তৃণমূল নেতা দাবি করেছেন, তাঁকেই দুবরাজপুর থানায় পুলিশের সামনে মারধর করেছেন ওই কংগ্রেস কাউন্সিলর ও তাঁর লোকজন। বর্তমানে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি আছেন শেখ হাসমত। মঙ্গলবার রাতের ঘটনা। শেখ নাজিরুদ্দিনের দাবি, “ওয়ার্ডের একজন বাড়ি ছাউনির জন্য আমার কাছে টিন চেয়েছিল। সঙ্গে সঙ্গে না দিতে পারায় দিন কয়েক ধরে তৃণমূলের লোকেরা বিদ্রুপ করছিল। মঙ্গলবার শেখ হাসমত ও সঙ্গীরা আমাকে হেনস্থা ও মারধর করে। আসলে পুরভোট এসে যাওয়ায় ওরা সন্ত্রাস চালাতে শুরু করেছে।” তিনি ওই তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। যদিও অভিযোগে তৃণমূলের কোনও উল্লেখ করেননি ওই কাউন্সিলর। দুবরাজপুর শহর তৃণমূল নেতা প্রভাত চট্টপাধ্যায়ের দাবি, “থানায় মারধর করা হয়েছে শেখ হাসমতকে। তাঁর কোনও দোষ নেই। তবে ওয়ার্ডের ক্ষমতায় থেকে মানুষের সুবিধা অসুবিধায় পাশে না দাঁড়িয়ে শুধু নিজের আখের গোছানোর জন্য একটা ক্ষোভ তৈরি হয়েছিল। এটা তার প্রকাশ।” তবে থানার মধ্যে মারধরের কোনও ঘটনা ঘটেনি বলে দাবি পুলিশের। পুলিশ জানায়, দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।
|
শাবলের ঘায়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
ছেলের হাতে বাবার মৃত্যুর অভিযোগ উঠল নলহাটির কুন্দপাড়া গ্রামে। মঙ্গলবার সন্ধ্যার ঘটনা। প্রতিদিন মদ খেয়ে বাড়ি ফিরতেন কার্তিক লেট (৪০)। বাড়ি ফিরে চেঁচামেচি, গালিগালাজ করতেন। ওই দিনও একই পরিস্থিতি হয়। তার প্রতিবাদ করে ছেলে অভিজিৎ। অভিযোগ, সেই সময় হাতের কাছে থাকা শাবল ছুড়ে মারে অভিজিৎ। মাথায় আঘাত পান কার্তিকবাবু। রামপুরহাট হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃতের ভাই সর্বেশ্বর লেট বলেন, “ঘটনার জন্য ভাইপোকে সম্পূর্ণ দায়ী করা যাবে না।” ঘটনার পরে অভিজিৎ পালিয়েছে। এখনও পর্যন্ত অভিযোগ হয়নি বলে পুলিশ জানিয়েছে।
|
|
|
রবীন্দ্রভবনে জন্মোৎসবের প্রস্তুতি। —নিজস্ব চিত্র |
শান্তিনিকেতনের কর্মশালা।
ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী |
|
শান্তিনিকেতনের স্বাদ-এ বুধবার শুরু হল দু’ দিনের ‘অঙ্কন’ কর্মশালা। উদ্যোক্তা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেঙ্গল চক্র। দেশ-বিদেশের ৪০ জন শিল্পী এতে যোগ দিয়েছেন। হাজির চিত্রকর যোগেন চৌধুরী, অধ্যাপক জনকঝঙ্কার নারজারী, ব্যাঙ্কের চিফ জেনারেল ম্যানেজার সুনীল শ্রীবাস্তব প্রমুখ।
• ভোর সাড়ে ৫টা: রবীন্দ্রভবনে কবি কণ্ঠ দিয়ে দিনের শুরু।
• সকাল ৬টা ৩০ মিনিট: উপাসনা গৃহে ব্রহ্মউপাসনা।
• ৮টা: উত্তরায়ণের শ্যামলী গৃহ প্রাঙ্গণে রবীন্দ্র জন্মোৎসবের অনুষ্ঠান। ৯টা ৩০ মিনিট: রবীন্দ্রভবনে গ্রন্থ প্রকাশ, গ্রন্থমেলা ও বিশেষ প্রদর্শনীর উদ্বোধন।
• সন্ধ্যা ৭টা: গৌর প্রাঙ্গণে বিশ্বভারতীর পাঠ ভবনের পরিবেশনায় রবীন্দ্রনাথের নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ পরিবেশিত হবে।
অন্য দিকে, বোলপুর পুরসভা ও মহকুমা তথ্য সংস্কৃতি দফতরের যৌথ উদ্যোগে বিকেল ৫টায় বোলপুরের গীতাঞ্জলি সংস্কৃতি অঙ্গনে রয়েছে নানা অনুষ্ঠান। মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে নৃত্য, গান, আবৃতি, কবিতা পাঠ ও রবীন্দ্রনাথ বিষয়ক নানা আলোচনা।
|