সজ্জন মুক্তির বিরোধিতা |
বন্ধ রাজপথ, গাড়ি থেকে নেমে হাঁটলেন সাংসদরা
নিজস্ব প্রতিবেদন |
রাস্তায় নামতে হল সাংসদদের। কোনও আন্দোলনের স্বার্থে নয় অবশ্য। আসলে কংগ্রেস নেতা সজ্জন কুমারের মুক্তির প্রতিবাদে সোমবার সংসদ ভবনের কাছে বিজয় চকে বিক্ষোভ জানাল বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি সামলাতে সংসদ ভবন লাগোয়া বেশি কিছু রাস্তা বন্ধ করে দেয় পুলিশ প্রশাসন। আর তার জেরেই বহু সাংসদকে বিজয় চক থেকে হাঁটতে হল সংসদের দিকে।
সোমবার সংসদ ভবনের কাছে বিজয় চকে দু’শোরও বেশি মানুষের জমায়েত হয়। এক ঘণ্টারও বেশি সময় ধরে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করেন সেখানে। ১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গায় অন্যতম অভিযুক্ত কংগ্রেস নেতা সজ্জন কুমারের মুক্তিকে ঘিরে গত এক সপ্তাহ ধরেই প্রতিবাদ জানাচ্ছেন দিল্লির শিখ বাসিন্দাদের একাংশ।
পুলিশ পরিস্থিতি সামলাতে এ দিন প্রথম থেকেই জলকামান সমেত হাজির ছিল। রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে সাউথ ব্লক পর্যন্ত রাজপথের কিছু অংশ এবং রাইসিনা রোড ও বিজয় চকের কিছু অংশ বন্ধ করে দেয় পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অনেকের মতো এ দিন নিজের গাড়ি থেকে নেমে সংসদের দিকে হাঁটতে শুরু করেন জেডিইউ প্রধান শরদ যাদব। |
|
ক্ষোভ: সজ্জন মুক্তির বিরোধিতায় দিল্লির রাস্তায় বিক্ষোভ । ছবি: পিটিআই |
বিক্ষোভকারীরা এক ঘণ্টা প্রতিবাদ দেখানোর পর তাঁদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
গত কালই সজ্জন কুমারের মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের বাসভবনে যাওয়ার চেষ্টা করেছিলেন বিক্ষোভকারীরা। ১৯৮৪-র শিখ বিরোধী দাঙ্গার তদন্তের জন্য সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের দাবিও জানিয়েছেন তাঁরা।
রবিবার বিজেপির দিল্লি শাখার প্রধান বিজয় গোয়েল এ বিষয়ে বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়েছিলেন। সোমবার দিল্লির গুরুদ্বার বিষয়ক মন্ত্রী অরবিন্দর সিংহ লাভলি বিজেপি-র এ হেন আচরণের সমালোচনা করে বলেন, “বিজেপি এবং শিরোমণি অকালি দল (বাদল) রাজনৈতিক ফায়দা তুলতে বিষয়টি নিয়ে অযথা মানুষকে উত্তেজিত করছে।....শিখদের উপর আদতে কোনও সহমর্মিতা নেই তাঁদের।” লাভলির মতে, শিখদের প্রতি প্রকৃত সহানুভূতি থাকলে
দিল্লির করকরডুমা জেলা আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদন জানাত দল দু’টি। কিন্তু বাস্তবে তা হয়নি।
রাজনৈতিক সহায়তা না পেয়ে তাই রাজধানী জুড়ে ক্রমাগত বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমেই অবিচারের প্রতিকার চাইছেন ভুক্তভোগীরা। |
পুরনো খবর: সজ্জনের মুক্তি নিয়ে ফের বিক্ষোভ |
|