|
|
|
|
তাঁকে সরাতে সারদা সক্রিয় ছিল, অভিযোগ গগৈয়ের
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতা অখিল গগৈ যে অভিযোগ তুলেছিলেন, আজ সেই অভিযোগ নিয়ে নিজেই সরব হলেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। সম্প্রতি অখিল গগৈ প্রকাশ্য জনসভায় দাবি করেন, শাসক দলের মন্ত্রী-বিধায়কদের একাংশের সঙ্গে হাত মিলিয়ে সারদা গোষ্ঠীর মতো বেআইনি লগ্নিকারী সংস্থাগুলি মুখ্যমন্ত্রী বদলের ছক কষেছিল। সে দিন মুখ্যমন্ত্রী অখিলের অভিযোগ নিয়ে মুখ খোলেননি। কিন্তু আজ উত্তর-পূর্বাঞ্চল কমনওয়েল্থ পার্লামেন্টারি অ্যাসোসিয়েসনের ১৪ তম অধিবেশন উদ্বোধনের পরে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গগৈ নিজেই বলেন, “এই লবি আমায় সরাবার জন্য সক্রিয় ছিল। ওরা জানত, আমি থাকলে এত সহজে রাজ্যবাসীর টাকা আত্মসাৎ করতে পারবে না। তাই বহুদিন আগে থেকেই এই ষড়যন্ত্র শুরু হয়েছে। তবে আমি যতদিন আছি, এদের সহজে পালাতে দেব না।”
কেবল এই ধরনের সংস্থাই নয়, গগৈ আজ দাবি করেন, তাঁকে সরাবার জন্য বিরোধী ও জঙ্গি নেতারাও কলকাঠি নাড়ছেন। গগৈ-বিরোধী শিবিরের নেতা হিসেবে পরিচিত শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে সুদীপ্ত সেনের যোগাযোগ নিয়ে খোদ সুদীপ্ত সেনের চিঠিতে উল্লেখ রয়েছে। হিমন্ত তাঁর কাছ থেকে তিন কোটি টাকা নিয়েছেন বলেও সুদীপ্ত সিবিআইকে পাঠানো চিঠিতে অভিযোগ করেছেন। হিমন্ত সেই অভিযোগ অস্বীকার করে সুদীপ্ত সেনকে আইনি নোটিশ পাঠালেও, সারদা-কাণ্ডের জেরে তিনি যথেষ্টই কোণঠাসা। এর মধ্যে, নাম না করেও, বিরোধী লবির সঙ্গে লগ্নিকারী সংস্থার যোগসাজশ নিয়ে মুখ্যমন্ত্রী স্বয়ং অভিযোগ তুলে পরোক্ষে হিমন্তর উপরেই চাপ বাড়ালেন। গগৈ আজ বিকেলে দিল্লি রওনা হন। |
|
|
|
|
|