সজ্জনের মুক্তি নিয়ে ফের বিক্ষোভ
বিক্ষোভ ঠেকাতে ঝাপিয়ে পড়ল পুলিশ, চলল জলকামান, মারধর। আটক করা হল আন্দোলনকারীদের। ১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গার অন্যতম অভিযুক্ত সজ্জন কুমারের বেকসুর খালাসের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ অব্যাহত। আজ তার আঁচ পড়ল প্রধানমন্ত্রীর বাসভবনে।
১৯৮৪ সালে দুই শিখ দেহরক্ষীর হাতে নিহত হন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী। আর তার পরেই রাজধানী জুড়ে শুরু হয় শিখ বিরোধী দাঙ্গা। দাঙ্গার অন্যতম ষড়যন্ত্রকারী হিসেবে উঠে আসে তৎকালীন কংগ্রেস সাংসদ সজ্জন কুমারের নাম। তিনটি মামলা হয়েছিল তাঁর বিরুদ্ধে। মঙ্গলবার তারই একটিতে তথ্যপ্রমাণের অভাবে সজ্জনকে মুক্তি দেয় আদালত। আর তার পরেই শুরু হয় বিক্ষোভ।
আজ সকাল থেকেই বিক্ষোভকারীরা জড়ো হতে শুরু করেন যন্তরমন্তরের সামনে। সেখান থেকে তাঁরা মিছিল করে রেস কোর্স রোডে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে রওনা হন। পার্লামেন্ট স্ট্রিট থানার কাছে তাঁদের আটকে দেয় পুলিশ।
এর পরেই পুলিশের সঙ্গে হাতাহাতি বাঁধে জনতার। কংগ্রেস নেতাদের নাম করে স্লোগান দিতে শুরু করেন বিক্ষোভকারীরা।
পুলিশের বসানো ব্যারিকেড ভাঙারও চেষ্টা করেন তাঁরা। পরিস্থিতি সামলাতে জলকামান চালানো শুরু করে পুলিশ। আটকও করা হয় অনেককে। পরে অবশ্য ছেড়ে দেওয়া হয় তাঁদের। প্রধানমন্ত্রীর বাড়ির সামনে যেতে না পেরে জনতা শেষমেশ যন্তরমন্তরেই ফিরে গিয়ে বিক্ষোভ শুরু করে।
তিন দিন হয়ে গেল অনশনে বসেছেন নীরপ্রীত কৌর। তিন দশক আগের শিখ বিরোধী দাঙ্গায় বাবাকে হারিয়েছিলেন তিনি। সজ্জন কুমারের শাস্তির দাবিতে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করার আবেদন জানিয়ে গত কাল প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি চিঠিও পাঠিয়েছেন নীরপ্রীত। শুধু দিল্লিই নয়, পঞ্জাবেরও বিভিন্ন জায়গায় আজ বিক্ষোভ দেখায় জনতা। অমৃতসর, বাতালা, লুধিয়ানায় রেললাইনের উপর বসে পড়েন বিক্ষোভকারীরা। অবরোধের ফলে বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেন মাঝপথে আটকে পড়ে।
মঙ্গলবার আদালত রায় ঘোষণার পরের দিন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর বাড়ির সামনে জড়ো হয়েছিলেন আন্দোলনকারীরা। শুধু সেখানেই নয়, কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনেও বিক্ষোভ দেখান তাঁরা। এর পরেও অবশ্য সরকারের তরফে কোনও সদুত্তর মেলেনি। আজ তাই তাঁরা ফের বিক্ষোভ দেখাতে প্রধানমন্ত্রীর বাসভবনকে বেছে নিয়েছিলেন। “আমরা আজ প্রধানমন্ত্রীর বাড়ির সামনে যেতে চেয়েছিলাম। পুলিশ আটকে দিল। যত দিন না সঠিক বিচার পাচ্ছি, লড়াই চালিয়ে যাব,” বললেন আন্দোলনকারী শিখ গোষ্ঠীর প্রধান মনজিৎ সিংহ জিকে।

পুরনো খবর:


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.