প্রণবের সফরেও হতে পারে বিক্ষোভ, আশঙ্কা পুলিশের
সারদা-কাণ্ডের জেরে বিভিন্ন অর্থলগ্নি সংস্থার এজেন্ট ও আমানতকারীরা রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দু’দিনের সফরে বিক্ষোভ দেখাতে পারেন বলে আশঙ্কা করছে পুলিশ। জঙ্গলমহলে রাষ্ট্রপতিকে কালো পতাকা দেখানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। প্রণববাবুর সফর উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট অফিসারদের এ ব্যাপারে সতর্ক করা দেওয়া হয়েছে।
আজ, রবিবার সকালে কলকাতায় আসছেন রাষ্ট্রপতি। দু’দিনের সফরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রচর্চা বিষয়ক একটি প্রকল্পের উদ্বোধন, হাইকোর্টের ১৫০ বছর পূর্তির সমাপ্তি অনুষ্ঠান, মেদিনীপুর কলেজিয়েট স্কুলের একটি অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা। রাতে ই এম বাইপাসের একটি হোটেলে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের ডাকা নৈশভোজে যোগ দেবেন রাষ্ট্রপতি। সোমবার সকালে তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা।
সফরে রাষ্ট্রপতির নিরাপত্তা দেখভালের দায়িত্বপ্রাপ্ত এক অফিসার বলেন, “কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ইসলামি জঙ্গি গোষ্ঠীগুলি রাষ্ট্রপতির উপর হামলা চালাতে পারে। জঙ্গলমহল সফরে মাওবাদীদের শাখা সংগঠনগুলিও বিক্ষোভ দেখাতে পারে। আবার রাজ্য পুলিশ জানিয়েছে, রাজ্যের বর্তমান পরিস্থিতিতে সারদার আমানতকারীরা রাষ্ট্রপতিকে সামনে পেলে দুর্দশার কথা জানাতে পারেন। সফরকালে এমন অনভিপ্রেত ঘটনার যাতে না ঘটে, তা দেখার জন্য আমাদের সতর্কতা নিতে হয়েছে।”
রাষ্ট্রপতির নিরাপত্তা-সূচিতে বলা হয়েছে, আজমল কাসভ এবং আফজল গুরুর ফাঁসির পর লস্কর-ই-তইবা, হুজি, জইশ-ই-মহম্মদ, ইন্ডিয়ান মুজাহিদিনের মতো জঙ্গি গোষ্ঠীগুলি পাল্টা হামলা চালানোর ষড়যন্ত্র করেছে। এ ছাড়া, বাংলাদেশ, নেপাল, মায়ানমারের অস্থিরতার প্রেক্ষিতেও জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া হচ্ছে না। তাই রাষ্ট্রপতির সফর ঘিরে থাকছে নিরাপত্তার বজ্র আঁটুনি।

পুরনো খবর:
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.