ঝুপড়ি উচ্ছেদ করাকে কেন্দ্র করে শনিবার বেলা এগারোটা নাগাদ সাময়িক উত্তেজনা ছড়ায় মানিকতলা থানা এলাকার ক্যানাল ইস্ট রোডে। পুলিশ সূত্রে খবর, হাজার মিটার এলাকা জুড়ে মানিকতলা খাল শোধনের কাজ চলছে। খাল থেকে তোলা সব আবর্জনা ওই খালেরই দু’পাশের জমিতে রাখার কথা হয়েছে। কিন্তু খালের দু’পাশেই প্রায় দু’শোটি বেআইনি ঝুপড়ি আছে বলে জানায় পুলিশ। ফলে আবর্জনা ফেলার জায়গা নিয়ে সমস্যা দেখা গিয়েছে। খালের আবর্জনা ফেলার জন্যই মূলত ওই বেআইনি ঝুপড়িগুলি উচ্ছেদ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ দিন এই ঝুপড়ি উচ্ছেদকে ঘিরেই ওই এলাকার বাসিন্দারা গোলমাল করেন।
|
ই এম বাইপাসে কেএমডিএ-এর বেশ কয়েক বিঘা জমি দখল করে রেখেছে একটি লগ্নি সংস্থা। অভিযোগ খোদ রাজ্য নগরোন্নয়ন দফতরের। নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “বাম আমল থেকেই ওই জমি তাদের হাতে রয়েছে।”
|
সোনার হার ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সনৎ কীর্তন। শনিবার দুপুর সোয়া একটা নাগাদ উত্তর কলকাতার কেভিবি অ্যাভিনিউ থেকে তাকে ধরা হয়। |