গরম পড়তে না পড়তেই ডায়েরিয়ার প্রকোপ দেখা দিয়েছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার বাসন্তীর বিভিন্ন গ্রামে। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাসন্তীর কোটরাখালি গ্রামের চরপাড়া, পাঁচুবাবুপাড়া, ঘটাৎপাড়ার প্রায় ৪৫টি পরিবার আক্রান্ত হয়েছে ডায়েরিয়ায়। আক্রান্ত পরিবারগুলিকে স্বাস্থ্য পরিষেবা দিতে গত শুক্রবার থেকে এলাকায় ক্যাম্প করেছে স্বাস্থ্য দফতর।
প্রশাসন ও মহকুমা দফতর সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরে ওই এলাকায় পানীয় জলের নলকূপ খারাপ। এলাকার মানুষ বাধ্য হয়ে স্থানীয় পুকুরের জল ব্যবহার করছিলেন। তারই ফলে ডায়েরিয়ার প্রকোপ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা সন্ধ্যারানি নস্কর, অমল মণ্ডলরা জানান, বহুদিন ধরেই এলাকার নলকূপগুলির অবস্থা খারাপ। প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হচ্ছে না দেখে বাধ্য হয়ে মানুষ নোংরা পুকুরের জলই ব্যবহার করতে আরম্ভ করে। তার ফলেই এই অবস্থা। ডায়েরিয়ায় আক্রান্ত মানুষদের আপাতত ক্যানিংয়ের মতিয়াখালি উপস্বাস্থ্য কেন্দ্রে এবং ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বাসন্তীর বিডিও সৌম্য চট্টোপাধ্যায় বলেন, “পানীয় জলের সমস্যার কারণে এই ঘটনা ঘটেছে। আমরা জরুরি ভিত্তিতে তিনটি নলকূপ মেরামত করে দিয়েছি। অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাও নিয়েছি। এলাকার অন্যান্য নলকূপগুলিও ঠিক আচে কি না দেখা হচ্ছে।”
মহকুমা উপস্বাস্থ্য আধিকারিক মলয় কান্তি দাস বলেন, “আমাদের স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত এলাকায় গিয়ে ব্লিচিং পাউডার, হ্যালোজেন, ওআরএস এবং প্রয়োজনীয় ওষুধপত্র দিচ্ছেন। ওই সমস্ত এলাকায় স্বাস্থ্য শিবিরও করা হয়েছে। আমি মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশিস রায়কে সঙ্গে নিয়ে চিকিৎসার সমস্ত রকম ব্যবস্থা করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে।” |