টুকরো খবর
ধর্ষণের চেষ্টা, গ্রেফতার যুবক
এক বধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তাঁরই পড়শি এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম বিজয় রায়। বছর আটাশের ওই যুবকের বাড়ি খাতড়া থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৮ এপ্রিল সকালে জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিলেন এক বধূ। সেই সময় ওই বধূকে বিজয় ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। ওই বধূটি সে দিন দুপুরে খাতড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, জঙ্গলের মধ্যে একলা পেয়ে ওই যুবক ধর্ষণের চেষ্টা করে। তিনি চিৎকার করতেই যুবকটি পালায়। পরে তিনি গ্রামে গিয়ে ওই যুবকের মাকে ঘটনার কথা জানাতে গেলে বাড়ির লোকেরা তাঁকে উল্টে মারধর করেন বলেও অভিযোগ। তাঁদের বিরুদ্ধেও তিনি পুলিশের কাছে অভিযোগ করেন। পুলিশ জানায়, ঘটনার পর থেকেই অভিযুক্তেরা পলাতক ছিলেন। বৃহস্পতিবার রাতে বিজয় বাড়ি ফিরতেই তাঁকে ধরা হয়। শুক্রবার ধৃতকে খাতড়া আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন।

সোনামুখীতে বাস বন্ধ, দিনভর যাত্রী দুর্ভোগ

বাস নেই। ভরসা ভাড়া গাড়ি। সোনামুখীতে শুক্রবার। ছবি: শুভ্র মিত্র
বাস কর্মীদের কর্মবিরতিতে শুক্রবার নাকাল হলেন সোনামুখী এলাকার যাত্রীরা। ভাড়া নিয়ে মারধরের অভিযোগে শুক্রবার সোনামুখীর বাস কর্মীরা এক বেলার জন্য কর্মবিরতি পালন করেন। ফলে সমস্যায় পড়েন নিত্য যাত্রীরা। কলেজগুলিতে পরীক্ষা চলায় আসুবিধায় পড়েন ছাত্রছাত্রীরাও। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে সোনামুখী-নবদ্বীপ রুটের একটি বাসে ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে বচসায় ওই বাসের দুই কর্মী মার খান বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ সোনামুখীর এক বাসিন্দাকে গ্রেফতার করেন। তারপরেও এই কর্মবিরতিতে ক্ষুব্ধ যাত্রীরা। বাঁকুড়া জেলা মোটর মজদুর সঙ্ঘের সম্পাদক সুশান্ত বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “জামিনে মুক্তির পরে ওই ব্যক্তি ও তাঁর সঙ্গীরা বৃহস্পতিবার বিষ্ণুপুর-দুর্গাপুর রুটের একটি বাসে হামলা চালায়। আমাদের অফিসেও ভাঙচুর চালায়। তারই প্রতিবাদে এই কর্মবিরতি। তবে পরীক্ষার কারণে দুপুরেই কর্মবিরতি প্রত্যাহার করা হয়।”

নাবালিকা উদ্ধার
দেড় বছর আগে বাঁকুড়ার জয়পুর থেকে নিখোঁজ হওয়া এক নাবালিকাকে বর্ধমানে উদ্ধার করল পুলিশ। তাকে অপহরণের অভিযোগে তাপস দলুই নামের এক যুবককে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাঁদের বিষ্ণুপুর আদালতে তোলা হলে ধৃত যুবককে ১৪ দিন জেল হাজতে ও নাবালিকাকে বিষ্ণুপুরে মেয়েদের একটি বেসরকারি হোমে পাঠানো হয়। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে ধৃত যুবকের বাড়ি থেকে উদ্ধার করা হয় ওই নাবালিকাকে।

বাজ পড়ে মৃত্যু
বাজ পড়ে মৃত্যু হল ঠাকুমার। জখম হল তাঁর তিন বছরের নাতনি। বৃহস্পতিবার বিকেলে পুরুলিয়ার আড়শা থানার কেন্দরি গ্রামের ঘটনা। মৃতের নাম আরতি মাহাতো (৪৫)। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন বিকেলে ঝড়ের সময় সময় আরতিদেবী তাঁর নাতনিকে কোলে নিয়ে উঠোনে বসে ছিলেন। বাজ পড়লে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। কোল থেকে ছিটকে পড়ে শিশুটি। স্বাস্থ্যকেন্দ্রে তাঁকে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

পুড়ে মৃত্যু বধূর
আগুনে পুড়ে মৃত্যু হল এক বধূর। রূপালি মান্না (৩০) নামের ওই বধূর বাড়ি নিতুড়িয়া থানার রংপুর গ্রামে। মঙ্গলবার রাতে রঘুনাথপুর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সোমবার তিনি বাড়িতে অগ্নিদগ্ধ হন। তাঁর স্বামী উজ্জ্বল মান্না পুলিশের কাছে দাবি করেছেন, রান্না করতে গিয়ে তাঁর গায়ে আগুন লাগে।

আবাসনে অপমৃত্যু
রেল আবাসনের মধ্যে গলায় ফাঁস দেওয়া এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বুধবার দুপুরে আদ্রার ডিএস কলোনির ঘটনা। মৃতের নাম গিয়ালডিন মারিনা (৪২)। দুই মেয়েকে নিয়ে তিনি ওই রেল কলোনিতে থাকতেন। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।

শ্রমিক সচেতনতা
মানভূম মজদুর বিকাশ মোর্চার উদ্যোগে পুরুলিয়ায় পালিত হল শ্রমিক সচেতনতা পক্ষ। বি আর অম্বেডকরের ১২২তম জন্মদিবসে ওই কর্মসূচির সূচনা। শ্রমিক-স্বার্থে সহকারী শ্রম মহাধ্যক্ষকে স্মারকলিপি দেওয়া হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.