টুকরো খবর
সার্টিফিকেট না পাওয়ায় ক্ষুব্ধ পড়ুয়ারা
ভর্তি হওয়ার দু বছর পরও রেজিস্ট্রেশন সার্টিফিকেট পায়নি ‘কান্দি বিমলচন্দ্র কলেজ অব ল’-এর ছাত্রছাত্রীরা। সেই অভিযোগে শুক্রবার দিনভর কলেজের গেটে তালা লাগিয়ে ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। তালাবন্দি ওই গেটের সামনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ থেকে শুরু করে ওই আইন কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীদের দিনভর ঘেরাও করে রেখে বিক্ষোভ দেখান তাঁরা। রেজিস্ট্রেশনের জন্য কত টাকা লাগবে তা নিয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে পড়ুয়াদের বিরোধের জেরে ওই সমস্যা বলে কলেজ সূত্রে জানা গিয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভূপেন্দ্রকুমার বর্মা বলেন, “ছাত্রছাত্রীদের দাবির কথা কল্যাণী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নির্দেশ মেনেই আমরা চলছি।” রেজিষ্ট্রেশনের বিষয়ে বিশ্ববিদ্যালয় কি বলছে তা আগামী সোমবার ছাত্রছাত্রীদের অধ্যক্ষ জানাবেন বলে প্রতিশ্রুতি দেন। তার পর এ দিন বিকালে ঘেরাও তুলে নেওয়া হয়। ২০১১ সালে যাঁরা ভর্তি হয়েছেন তাঁদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ ৯৮৫০ টাকা নেওয়া হয়েছে। তার পরও কেন তাঁদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হয়নি? স্পষ্ট ব্যাখা কিন্তু মেলেনি। অধ্যক্ষ বলেন, “বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথাবার্তা চলছে। রেজিষ্ট্রেশন সার্টিফিকেট না পাওয়া গেলেও রেজিষ্ট্রেশন নম্বর-সহ অ্যাডমিড কার্ড কিন্তু পাওয়া গিয়েছে।” আগামী সোমবার ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছ থেকে সন্তোষজনক ব্যাখা না পেলে ফের আন্দোলনে নামবে বলে আগাম হুমকি দিয়েছেন ছাত্রছাত্রীরা।

বিএসএফের ফতোয়ায় ক্ষোভ
রোদ থেকে রেহাই পেতে ভোরেই মাঠের দিকে রওনা দিয়েছিলেন রানিনগরের বল্টু শেখ। কিন্তু দেখেন কাঁটাতারের বেড়ার গায়ের লোহার গেট তখনও বন্ধ। গেট যখন খুলল তখন রোদ বেশ চড়েছে। বিএসএফের কড়াকড়িতে তীব্র তাপপ্রবাহ এড়িয়ে ভোরের বেলা মাঠে যেতে পারছেন না চাষিরা। তার উপর পাট চাষেও নিষেধাজ্ঞা জারি করেছে সীমান্তরক্ষী বাহিনী। বিএসএফের এই ফতোয়ায় ক্ষুব্ধ চাষিরা। শুক্রবার এ নিয়ে কাহারপাড়া বিএসএফ ক্যাম্পের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। অবশ্য পুলিশি মধ্যস্থতায় ঘন্টা তিনেক পর বিক্ষোভ উঠেও যায়। স্থানীয় বাসিন্দা মাইনুদ্দিন সরকার বলেন, ‘‘চাষিরা চাইছেন সকাল সকাল মাঠে যেতে। বিএসএফ তা মানছে না। এ দিকে পাট চাষের উপরও জারি হয়েছে নিষেধাজ্ঞা।’’ বিএসএফের পাল্টা যুক্তি, জমিতে পাট বা অন্য কোনও লম্বা ফসল লাগালে নজরদারিতে অসুবিধা হয়। আর সেই সুযোগটাই কাজে লাগায় পাচারকারীরা। তবে সময়সূচী শীঘ্র পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন ১৩০ ব্যাটেলিয়নের এক আধিকারিক। ডোমকলের মহকুমাশাসক প্রশান্ত অধিকারী বলেন, ‘‘এ নিয়ে বিএসএফ, স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও চাষিদের নিয়ে শীঘ্র আলোচনায় বসব।’’

প্রাচীর নিয়ে দ্বন্দ্ব
স্কুলে প্রাচীর দেওয়া নিয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের দ্বন্দ্বে প্রকাশ্যে এল পরিচালন সমিতির বিবাদ। কিছুদিন ধরেই স্কুলের সীমানা নিয়ে স্থানীয় মানুষের সঙ্গে বিবাদ চলছে আমঘাটা শ্যামপুর উচ্চ বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষের। স্কুল কর্তৃপক্ষের দাবি, স্কুলে প্রাচীর দেওয়ার উদ্যোগ নেওয়া হলে বাধা দেন স্থানীয় কিছু যুবক। প্রধানশিক্ষিকা শিবানী চৌধুরী বলেন, ‘‘একটি শৌচাগারের জমি নিয়ে বিবাদের শুরু। ম্যাপ অনুযায়ী ওই জমি স্কুলের। তবুও ওই যুবকরা বাধা দেন।’’ স্থানীয় বাসিন্দা অভিজিৎ পালের দাবি, ‘‘দলিল অনুযায়ী ওই জমি স্কুলের নয়।’’ এই বিবাদের জেরে তৃণমূলের নিয়ন্ত্রণে থাকা পরিচালন সমিতির মধ্যেই বিবাদ দেখা দিয়েছে। পরিচালন সমিতির সভাপতি শিবনাথ ঘোষ। জমি বিতর্কে বৃহস্পতিবার পদত্যাগ করেন পরিচালন সমিতির এক সদস্য। শুক্রবার আরও চার জন পদত্যাগ করতে চান। পদত্যাগে ইচ্ছুক সদস্য স্মরজিত বিশ্বাস বলেন, ‘‘সীমানা নিয়ে প্রধান শিক্ষিকা ও সভাপতির বক্তব্য মানা যায় না।’’ শিবনাথবাবু বলেন, ‘‘স্কুলের স্বার্থেই প্রাচীর দেওয়ার উদ্যোগ নিয়েছি।’’

স্ত্রী খুনে যাবজ্জীবন
স্ত্রীকে খুনের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিলেন কৃষ্ণনগর জেলা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (প্রথম) স্বপ্না দত্ত পাল। শুক্রবার তিনি সাজা ঘোষণা করেন। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০০৮ সালের ৮ অক্টোবর গভীর রাতে স্ত্রী ঝর্ণা সর্দারকে শ্বাসরোধ করে খুন করে কৃষ্ণগঞ্জের গেদের বাসিন্দা তারক সর্দার। পরদিন ঝর্ণাদেবীর দাদা ভজন মণ্ডল অভিযোগ দায়ের করেন। সরকার পক্ষের আইনজীবী পরেশ পাল বলেন, ‘‘সন্দেহের বশে স্ত্রীকে খুন করে সাজাপ্রাপ্ত তারক।’’

গ্রেফতার স্বামী
এক মহিলাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁর স্বামীকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নবদ্বীপের চরব্রহ্মপুরের বাসিন্দা সুছন্দা সরকার (৩০) নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। মৃতার মা সাবিত্রী দাস জামাই সহ মেয়ের শ্বশুর বাড়ির পাঁচ জনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার নালিশ জানান। অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃতার স্বামী সুখেন সরকারকে গ্রেফতার করলেও বাকিরা বেপাত্তা।

তিন নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে জঞ্জাল সাফাই না হওয়ার অভিযোগ তুলে শুক্রবার চাকদহ-কল্যাণী রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘণ্টা দুয়েক পরে প্রশাসনিক হস্তক্ষেপে তা উঠেও যায়।

কংগ্রেসের নালিশ
বৃহস্পতিবার রাতে বিধায়ক ইমানি বিশ্বাসকে মারধরের ঘটনায় সুতি থানার ওসি সুব্রত মজুমদারের শাস্তির দাবিতে বিধানসভার স্পিকারের কাছে অভিযোগ জানাল কংগ্রেস পরিষদীয় দলনেতা মহম্মদ সোহরাব।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.