টুকরো খবর |
পিংলা থেকে উদ্ধার চোরাই পাওয়ার টিলার
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
চুরি যাওয়া পাওয়ার টিলার উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানা এলাকা থেকে উদ্ধার হয়েছে পাওয়ার টিলারটি। চুরির অভিযোগে তিন জনকে গ্রেফতারও করা হয়েছে। ধৃতেরা হল পিংলা থানা এলাকার খড়িকা গ্রামের সুভাষ প্রধান, কান্দিচকের লক্ষণ ঘোড়ই ও দেওরা গ্রামের রামপদ মাজি। খড়্গপুরের এসডিপিও দ্যুতিমান ভট্টাচার্য জানান, ২৯ এপ্রিল খড়্গপুর লোকাল থানা এলাকার খাটরঙা গ্রাম থেকে একটি পাওয়ার টিলার চুরি যায়। গোপন সূত্রে পুলিশ জানতে পারে, পাওয়ার টিলার, পাম্প-সহ বিভিন্ন কৃষিযন্ত্র চুরির একটি চক্র রয়েছে পিংলা এলাকায়। সেই সূত্র ধরেই রাতেই তল্লাশি চালায় পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, এই চক্রের সঙ্গে আরও অনেকেই যুক্ত। অন্যান্য চুরির ঘটনাতেও এরা যুক্ত থাকতে পারে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও অনেক তথ্য পাওয়া যাবে বলেই পুলিশের অনুমান।
|
প্রশিক্ষণ শিবির
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
কাঁথি পূর্ব চক্রের প্রাথমিক ও শিশুশিক্ষা কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ শিবির শুরু হল দেশপ্রাণ ব্লকের মুকুন্দপুর ভূপেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে। বৃহস্পতিবার ১২ দিন ব্যাপী এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সভাপতি তরুণ জানা। উপস্থিত ছিলেন পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অমিতাভ গিরি, তৃণমূল শিক্ষা সেলের ব্লক নেতা বলাই পয়ড়্যা, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সুভাষ বেরা প্রমুখ। ১২ দিন ব্যাপী প্রশিক্ষণ শিবিরে ৭৫টি প্রাথমিক বিদ্যালয় ও ৪৬টি শিশুশিক্ষা কেন্দ্রের দেড় শতাধিক শিক্ষক-শিক্ষিকাদের পড়াশোনা, স্বাস্থ্যবিধি-সহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলে অবর বিদ্যালয় পরিদর্শক অমিতাভ গিরি জানান।
|
ডেপুটেশন
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
সারদা গোষ্ঠী-সহ সমস্ত বেআইনি লগ্নি সংস্থাগুলির বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবিতে শুক্রবার বিকেলে ঝাড়গ্রামের মহকুমাশাসক বাসব বন্দ্যোপাধ্যায়কে ১৫-দফা দাবি সম্বলিত স্মারকলিপি দিল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফ। এ দিন বিকেল চারটে নাগাদ সংগঠনের ঝাড়গ্রাম শহর জোনাল সম্পাদক তাপস প্রামাণিকের নেতৃত্বে সদস্য-কর্মীরা মিছিল করে মহকুমাশাসকের দফতরে যান। তাপস প্রামাণিক বলেন, “ঝাড়গ্রাম এলাকাতেও অনেক বেআইনি অর্থলগ্নি সংস্থা রয়েছে। ওই সব অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার দাবি জানানো হয়েছে।”
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
লরির ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। মৃতের নাম লক্ষ্মণ টুডু (৫৭)। তাঁর বাড়ি স্থানীয় মার্কণ্ডপুর গ্রামে। শুক্রবার বিকেলে ঝাড়গ্রামের চুবকার রাউতারাপুর গ্রামের রাস্তায় ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ব্যক্তিগত কারণে এদিন বিকেলে আমদই এলাকায় কংসাবতীর ঘাটের দিকে সাইকেলে করে যাচ্ছিলেন লক্ষ্মণবাবু। ওই সময় উল্টোদিক থেকে আসা একটি বালি বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল সমেত লক্ষ্মণবাবুকে পিষে দেয়।
|
পোশাক বিলি |
কাঁথি মূক ও বধির বিদ্যালয়ে বৃহস্পতিবার ছাত্রছাত্রীদের স্কুলের পোশাক বিতরণ করা হল। |
|