|
|
|
|
তৃণমূলের কাউন্সিলরকে মারধর দলীয় সমর্থকদের |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
দাবি মত টাকা না মেলায় তৃণমূলের এক কাউন্সিলরকে মারধরের অভিযোগ উঠল দলেরই একাংশের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া বাজারে। পাঁশকুড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নবকুমার ভট্টাচার্যকে এ দিন সন্ধ্যায় পাঁশকুড়া বাজারের মধ্যে কিছু লোক মারধর করে বলে অভিযোগ। নবকুমারবাবু রবিউল খান, শেখ জৈনুদ্দিন, শঙ্কর ঘোষ ও শেখ জামসেদ আলির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা পাঁশকুড়া পুর এলাকার ৭ ও ৯ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা ও এলাকায় তৃণমূলের কর্মী হিসেবে পরিচিত।
নবকুমারবাবুর অভিযোগ, কয়েক দিন আগে অভিযুক্তরা তাঁকে হুমকি দিয়ে ৫০ হাজার টাকা চেয়েছিল। কিন্তু তিনি দিতে রাজি না হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁশকুড়া বাজারের বাসস্ট্যান্ডের কাছে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলার সময় আচমকা ওই অভিযুক্তরা তাঁকে ঘিরে মারধর করে। একজন তাঁকে ধারালো অস্ত্র দেখিয়ে হুমকিও দেয়।
পুরসভার কাউন্সিলরের কাছে তোলা চেয়ে না পেয়ে দলের কর্মীরাই মারধর করায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এসেছে বলে অভিযোগ। পুরপ্রধান জাকিউর রহমান খান বলেন, “নবকুমারবাবুকে মারধরের কথা শুনেছি। ঘটনায় জড়িতরা সবাই দুস্কৃতী। দলের কেউ নয়।” পুলিশ জানিয়েছে, মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে। |
|
|
|
|
|