|
|
|
|
সাঁওতালি মাধ্যম স্কুলের প্রস্তাব, চিঠি শিক্ষা সচিবকে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সাঁওতালি ভাষায় অলচিকি লিপিতে পড়াশোনা শুরু হয়েছে। তবে পঠনপাঠনের মাধ্যম শুধুই অলচিকি লিপি এমন স্কুল পশ্চিম মেদিনীপুরে নেই। পরিস্থিতি দেখে তেমনই এক স্কুল চালু করার জন্য সম্প্রতি স্কুল শিক্ষা দফতরের সচিবের কাছে চিঠি পাঠিয়েছেন জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সঙ্ঘমিত্র মাকুড়। তাঁর দফতরের প্রস্তাব, জমিদারডাঙ্গা প্রাথমিক স্কুল চত্বরেই আপাতত চালু করা হোক জুনিয়র হাইস্কুল। জেলা বিদ্যালয় পরিদর্শকের বক্তব্য, “বেশ কিছু প্রস্তাব পাঠানো হয়েছে। তার মধ্যে সাঁওতালি মাধ্যমের নতুন স্কুল চালু করার প্রস্তাবও রয়েছে।” দফতরের আশা, এ নিয়ে উপযুক্ত পদক্ষেপ করবেন স্কুল শিক্ষা দফতরের সচিব।
জঙ্গলমহলে আদিবাসী মানুষের বসবাস বেশি। এমন জেলায় সাঁওতালি ভাষায় অলচিকি লিপিতে পঠনপাঠন চালুর দাবি দীর্ঘ দিনের। এখন তা চালুও হয়েছে। প্রাথমিকস্তরে সাঁওতালি ভাষায় পড়াশোনার সুযোগ রয়েছে। স্নাতক ও স্নাতকোত্তরস্তরেও এই সুযোগ রয়েছে। তবে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকস্তরে এমন সুযোগ ছিল না। গত শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিকস্তরে অলচিকি লিপিতে পঠনপাঠন শুরু হয়। শুরুতে এ নিয়ে সমস্যায় পড়তে হয়েছিল প্রশাসনকে। কেমন? প্রাথমিকে অলচিকি লিপিতে পড়াশোনা শুরু হয় ২০০৮-’০৯ শিক্ষাবর্ষ থেকে। তখন প্রশ্ন ওঠে, প্রাথমিকে অলচিকি লিপিতে পড়াশোনা করে যারা চতুর্থ শ্রেণি উত্তীর্ন হল, তাদের ভবিষ্যৎ কী। তারা কী ভাবে, কোন স্কুল ভর্তি হবে। তখনও পর্যন্ত কোনও স্কুলে পঞ্চম শ্রেণিতে সাঁওতালি ভাষায় পড়ানোর অনুমোদন ছিল না। প্রশ্নের মুখে জেরবার হয় প্রশাসন। শেষমেশ কিছু প্রাথমিক স্কুলে সাঁওতালি ভাষায় পঞ্চম শ্রেণির পঠনপাঠন শুরু করার অনুমতি দেয় স্কুল শিক্ষা দফতর। চলতি শিক্ষাবর্ষে জেলার দশটি হাইস্কুলে সাঁওতালি ভাষায় পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির পঠনপাঠন শুরু করার অনুমতি মেলে। স্কুলগুলিতে ১১৫ জন ছাত্রছাত্রী অলচিকি লিপিতে পড়াশোনা করছে। শুরুতে শিক্ষা দফতর এই স্কুলগুলোয় অতিথি শিক্ষক নিয়োগ করার নির্দেশ দিয়েছিল। সেই মতো অবসরপ্রাপ্ত শিক্ষকদেরই অতিথি শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়। এ ক্ষেত্রে অতিথি শিক্ষক মেলেনি। শেষমেশ ওই স্কুলগুলোয় পার্শ্বশিক্ষক নিয়োগ করার নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দফতর।
সম্প্রতি স্কুল শিক্ষা দফতরের সচিবের কাছে বেশ কিছু প্রস্তাব পাঠিয়েছেন জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক)। তার মধ্যে যেমন আরও তিনটি স্কুলে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে অলচিকি লিপিতে পড়ানোর অনুমোদনের বিষয়টি রয়েছে, তেমনই নতুন একটি সাঁওতালি মাধ্যম স্কুল চালু করার বিষয়টি রয়েছে। যেখানে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শুধুমাত্র সাঁওতালি ভাষায় অলচিকি লিপিতে পড়ানো হবে। বছর পাঁচেক আগে জঙ্গলমহলের আদিবাসী অধ্যুষিত এলাকার প্রাথমিক স্কুলগুলোয় সাঁওতালি ভাষায় পঠনপাঠনের উদ্যোগ শুরু হয়। প্রথমে জঙ্গলমহলের বেশ কয়েকটি স্কুলে অলচিকি হরফে লেখা পাঠ্য বই পৌঁছয়। তবে, সব স্কুলে অলচিকি লিপিতে পঠনপাঠন শুরু করা সম্ভব হয়নি। আগামী দিনে আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রী সাঁওতালি ভাষায় পড়ার ক্ষেত্রে আগ্রহ দেখাতে পারে। সে ক্ষেত্রে পুরোপুরি সাঁওতালি মাধ্যম স্কুল চালু করা জরুরি। পরিস্থিতি খতিয়ে দেখেই স্কুল শিক্ষা দফতরের সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। |
|
|
|
|
|