|
|
|
|
|
|
দক্ষিণ কলকাতা |
পুর-উদ্যোগ |
পা বাড়ালেই পুল |
দেবাশিস দাস |
বাসিন্দাদের দীর্ঘ দিনের দাবি ছিল, এলাকায় একটি অত্যাধুনিক সুইমিং পুল তৈরি হোক। সেই দাবি মেনেই একটি অত্যাধুনিক সুইমিং পুল তৈরির পরিকল্পনা নিয়েছে রাজপুর-সোনারপুর পুরসভা। এই প্রকল্প বাস্তবায়িত করতে পুরসভার ব্যয় হবে প্রায় দু’কোটি টাকা।
পুরসভা সূত্রে খবর, পুর-উদ্যোগে এই প্রথম কোনও সুইমিং পুল নির্মাণ হতে চলেছে রাজপুর-সোনারপুর এলাকায়। এর মধ্যেই প্রস্তাবিত প্রকল্পের জন্য কামালগাজির নেতাজি স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন এলাকায় ২৬ কাঠা জমি চিহ্নিত করেছে পুরসভা। দ্রুত গতিতে চলছে প্রকল্পের নকশা তৈরির কাজ।
|
|
ন’মাস থেকে এক বছরের মধ্যেই কাজ শুরু করার লক্ষ্যে এগোচ্ছে পুরসভা। পুর আধিকারিকদের একাংশ জানালেন, বর্তমান বোর্ডের কিছু ক্ষমতাসীন সদস্য চান ২০১৪-র মে মাসের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হোক।
অত্যাধুনিক সুইমিং পুল তৈরির পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে পুরসভার বিরোধী দল বামেরাও। তবে বাম কাউন্সিলরদের অনেকেরই প্রশ্ন, এত দিন পরে কেন? অনেক আগেই বর্তমান বোর্ড এই কাজ করতে পারত। প্রাক্তন উপ-পুরপ্রধান এবং বর্তমান বাম কাউন্সিলর সিপিআইয়ের তড়িৎ চক্রবর্তীর কথায়: “উন্নয়নের যে কোনও কাজকে বরাবর স্বাগত জানিয়েছি। এ ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না। তবে আগামী বছর আমাদের পুরসভায় নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে এই পরিকল্পনা কোনও চমক কি না সেটাও দেখতে হবে।” প্রস্তাবিত প্রকল্পে সুইমিং পুল সংলগ্ন এলাকায় থাকবে একটি ব্যাঙ্কোয়েট হল। থাকবে বেবি পুল। |
|
পুরুষ এবং মহিলাদের সাঁতার কাটার জন্য থাকবে আলাদা সময়। এই প্রকল্প বাস্তবায়নের জন্য প্রাথমিক পর্যায়ের যাবতীয় কাজ সারা হয়ে গিয়েছে বলে পুরসভা সূত্রে খবর। নির্মাণের কাজও আগামী কয়েক মাসের মধ্যেই শুরু হবে।
তবে, তৃণমূল এবং কংগ্রেস জোট পরিচালিত বোর্ডকে শুরুর দিন থেকেই আর্থিক সঙ্কটের মধ্যে কাজ করতে হচ্ছে বলে পুরসভার অন্দরের খবর। এ জন্য বহু কাজ আটকেও গিয়েছে। পুর আধিকারিকদের একাংশ তাই প্রশ্ন তুলেছেন প্রস্তাবিত প্রকল্পের অর্থের জোগান নিয়েও। যদিও উপ-পুরপ্রধান এবং সোনারপুরের (উত্তর) বিধায়ক তৃণমূলের ফিরদৌসি বেগম বলেন, ‘‘আমার বিধায়ক তহবিল ছাড়াও দলের অন্যান্য বিধায়ক এবং সাংসদের কাছ থেকে সাহায্য নিয়ে এই প্রকল্পের অর্থ জোগাড় করব। প্রকল্পটি যখন সমস্ত পুর এলাকার জন্য তখন দলের অন্য কাউন্সিলরদের কাছেও সাহায্যের জন্য অনুরোধ জানাব।” |
ছবি: সুব্রত রায় |
|
|
|
|
|