চ্যাম্পিয়ন্স ট্রফির পনেরো জনের দল গড়তে শনিবার মুম্বইয়ে যখন সন্দীপ পাটিল অ্যান্ড কোং বসবে, ওয়াকিবহাল মহলের মতে তখন মূলত তিনটি পজিশন নিয়ে ভারতের জাতীয় ক্রিকেট নির্বাচকদের খানিকটা চিন্তা করতে হবে। নইলে ভারতের এক দিনের ক্রিকেট দলে বেশির ভাগ প্লেয়ারের নিজেদের বর্তমান ফর্মের ভিত্তিতেই ঢুকে পড়ার কথা।
ইংল্যান্ডে ৬-২৩ জুন অনুষ্ঠেয় সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির (আইসিসি এর পর এই টুর্নামেন্ট অবলুপ্ত করে দিচ্ছে) আগে ধোনির ভারত শেষ ওয়ান ডে খেলেছে এ বছরের জানুয়ারিতে দেশের মাঠে ইংল্যান্ড সিরিজ। ভারতীয় ক্রিকেট মহলে শোনা যাচ্ছে, সেই দলের থেকে বাংলার দুই পেসার অশোক দিন্দা আর মহম্মদ সামির বাদ পড়ার সম্ভাবনা। গ্রীষ্মের ইংল্যান্ডে সিম-সুইং বেশি কার্যকর হওয়ার সম্ভাবনা থাকায় চার পেসার হিসাবে ভুবনেশ্বর কুমার এবং ইশান্ত শর্মার সঙ্গে বাকি দু’জন হতে পারেন বিনয় কুমার এবং উমেশ যাদব। চলতি পেপসি আইপিএলে ভারতীয় বোলারদের মধ্যে বিনয় কুমার সর্বোচ্চ উইকেটশিকারী (১১ ম্যাচে ১৮)। সব মিলিয়ে ডোয়েন ব্র্যাভোর (১১ ম্যাচে ১৯) পরেই। আর উমেশ এই মুহূর্তে দেশের দ্রুততম পেসার। প্রবীণ কুমার ভাল মুভ করাতে পারলেও কিংবা ইরফান পাঠানের ব্যাটের হাত থাকলেও তাঁরা দলে ঢোকার দৌড়ে তুলনামূলক ভাবে পিছিয়ে।
আবার তিরিশ জনের প্রাথমিক তালিকায় পাঁচ জন স্পিনার থাকলেও ইংল্যান্ডে তিন জনের বেশি নিয়ে যাওয়া সম্ভবত হবে না। সেক্ষেত্রে অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন, বাঁহাতি স্পিনার-অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার সুযোগ পাওয়া প্রায় নিশ্চিত। এ ছাড়া লেগস্পিনার অমিত মিশ্রের বর্তমান আইপিএলের ফর্ম বিচারে ভারতীয় দলে ঢোকার ভাল সম্ভাবনা। দুই প্রাক্তন নির্বাচকপ্রধান দিলীপ বেঙ্গসরকর এবং কৃষ্ণমাচারি শ্রীকান্ত একমত, ইংল্যান্ড সফরে দলে লেগস্পিনার অবশ্যই রাখা উচিত। বেঙ্গসরকরের কথায়, আমাদের একজন লেগস্পিনার দরকার, যে বলটা টার্ন করাবে আর উইকেটের জন্য ঝাঁপাবে।” শ্রীকান্ত বলেছেন, “লেগস্পিনার হল ম্যাচ উইনার। অমিত এখন যে রকম বল করছে, তাতে ওকে ভারতীয় দলে দেখার আশা করা যায়।”
তবে সবচেয়ে তাৎপর্যের হল নতুন ওপেনিং জুটি বাছা। সচিন তেন্ডুলকর ওয়ান ডে থেকে অবসর নেওয়ায় এবং অফ ফর্ম ও দৃষ্টিশক্তি নিয়ে ভোগা বীরেন্দ্র সহবাগ প্রাথমিক দলেও না থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিখর ধবনের দলে ঢোকা প্রায় পাকা। গৌতম গম্ভীর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে বাদ পড়লেও ওয়ান ডে দলে সম্ভবত থাকবেন। বিশাল অভিজ্ঞতা কেকেআর ক্যাপ্টেনের পক্ষে। তৃতীয় বিশেষজ্ঞ ওপেনার হিসাবে মুরলী বিজয় প্রাথমিক তালিকায় থাকলেও ক্রিকেটমহলে রোহিত শর্মার নাম উঠছে। শ্রীকান্তও বলছেন, “রোহিত অতীতে বেশ কিছু ম্যাচে ওপেন করে ভাল খেলেছে।” তাঁকে ওপেনিং স্লটে নিলে মিডল অর্ডারে আর এক মুম্বই ব্যাটসম্যান অজিঙ্ক রাহানের সুযোগ পাওয়ার সম্ভাবনা আরও বাড়বে। আইসিসি-র নিয়মে প্রাথমিক তিরিশের বাইরে থেকেও চূড়ান্ত দলে কাউকে নেওয়া যায়। অস্ট্রেলিয়া সিরিজে দুর্ধর্ষ খেলা চেতেশ্বর পূজারার নাম নির্বাচনী বৈঠকে আচমকা উঠে এলে তাই অবাকের কিছু নেই। তবে ভিড়ে ঠাসা মিডল অর্ডারে আইপিএলে চোট পাওয়া বাংলার মনোজ তিওয়ারির সুযোগ পাওয়ার আশা খুব কম।
সম্ভাব্য দল: ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), ধবন, গম্ভীর, কোহলি, রায়না, রোহিত, যুবরাজ, রাহানে/মুরলী, জাডেজা, অশ্বিন, অমিত, ভুবনেশ্বর, ইশান্ত, উমেশ/প্রবীণ ও বিনয়। |