পেপসি আইপিএলে নাইটদের হাল দেখে অবাক কেভিন পিটারসেন। এ দিন এখানে এক পণ্যের প্রচারমূলক অনুষ্ঠানে আইপিএল-সিক্স থেকে চোটে ছিটকে পড়া দিল্লি ডেয়ারডেভিলসের ইংরেজ ব্যাটসম্যান বলেন “বুঝতে পারছি না এক বছরের মধ্যে চ্যাম্পিয়নদের এই দুরাবস্থা হল কেন? এত ভাল টিম। ওদের প্লেয়াররাও ইডেনের পরিবেশের সঙ্গে একেবারে মানানসই। তা সত্ত্বেও...।” গৌতম গম্ভীরের কেকেআরের সমালোচনার পাশাপাশি মহেন্দ্র সিংহ ধোনির প্রশংসায় পঞ্চমুখ পিটারসেন। “ধোনি বুদ্ধিমান অধিনায়ক। বিশেষ করে নিজের দেশের চেনা পরিবেশে ওর ক্যাপ্টেন্সিটা আরও বেশি কার্যকর হয়। সে কারণে আইপিএলে চেন্নাই সুপার কিংস-ও এত ধারাবাহিক সফল। |
শুধু বুদ্ধিমত্তাতেই নয়, ধোনি সমান ভাবে ব্যাটেও সফল,” বলেন ক্রিকেটদুনিয়ার কেপি। সঙ্গে পিটারসেন যোগ করলেন “আমি দিল্লিতে এলেই অনেকে আমাকে বলছেন, আমি ডেয়ারডেভিলস দলে থাকলে টিমটার এই হাল হত না। তবে এটা আমি মানতে নারাজ। এক জন প্লেয়ারের উপর নির্ভর করে একটা গোটা দলের ভাল-খারাপ ঘটে না।” চোটের কারণে পিটারসেন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলছেন না। “চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমি হয়তো পুরো ফিট হয়ে যাব। তা সত্ত্বেও আমার লক্ষ্য অ্যাসেজ সিরিজ। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ক্রিকেটাররা অ্যাসেজে সিরিজে নামলে তাদের চেহারা সম্পূর্ণ পালটে যায়।” টেস্ট ক্রিকেটে নিজের সার্বিক টার্গেট প্রসঙ্গে পিটারসেন বললেন “দশ হাজার টেস্ট রান পূর্ণ করা। এই মুহূর্তে সেই টার্গেট থেকে আড়াই হাজার রান দূরে আমি। আশা করি অবসর নেওয়ার আগে ওই ক’টা রান তুলে ফেলব।” |