খেলা
কোচেরা যখন ছাত্র
খোলা আকাশ নীচে সার দিয়ে বসে আছেন ৭৫ জন ছাত্র। হাতে খাতা, কলম। ব্ল্যাকবোর্ডে ক্লাস চলছে। না কোনও স্কুলের ক্লাস নয়, চলছে ফুটবল প্রশিক্ষকদের প্রশিক্ষণ। সম্প্রতি হাওড়া কর্পোরেশন স্টেডিয়ামে, হাওড়া ভেটারেন্স স্পোর্টস ক্লাব এই শিবিরের আয়োজন করেছিল।
জহর দাস, বদ্রু বন্দ্যোপাধ্যায়, প্রণব গঙ্গোপাধ্যায়, সইদ নইমুদ্দিন, অশোক চট্টোপাধ্যায়, মনোজিত দাস এবং বিনয় পাঁজা এই সাত জন প্রশিক্ষক প্রথম পর্বে ক্লাস নিলেন। এই পর্বে ফুটবলের প্র্যাক্টিক্যাল এবং টেকনিক্যাল বিষয়ে আলোচনা হয়।
ছবি: দীপঙ্কর মজুমদার
দ্বিতীয় পর্বে ছিল স্পোর্টস মেডিসিন, নিউট্রিশন এবং ফুটবল মাঠের নিয়মকানুন সংক্রান্ত ক্লাস। ক্লাস নেন চিকিৎসক নিশীথ চৌধুরী ও ফিফা ব্যাচ রেফারি সাগর সেন।
হাওড়া ভেটারেন্স স্পোর্টস ক্লাবের যুগ্মসচিব হীরালাল দাস জানান, ৭৫ জন শিক্ষার্থীই প্রাক্তন ফুটবলার। এখন নানা কোচিং ক্যাম্পের সঙ্গে যুক্ত আছেন। জহর দাস বলেন, “এ সময়ের ফুটবলের সঙ্গে এই কোচদের বিশেষ পরিচিতি নেই। আধুনিক ফুটবল নিয়ে পড়াশোনার প্রয়োজন। তাই এই অয়োজন।”
বাগনান থেকে এসেছিলেন আশিস রায়, বিজয় পাল, অমর গঙ্গোপাধ্যায়, শেখ শিকান্দার, বিকাশ চট্টোপাধ্যায়, মলয় ঘোষরা। আশিস রায় বলেন, “অনেক কিছু জানতে পারলাম। আগামী দিনে প্রশিক্ষণে কাজে লাগবে।” হাওড়া কিশোর বাহিনীর দুই তরুণ কোচ বুদ্ধদেব মুখোপাধ্যায় ও শেখ আনোয়ার হোসেন মণ্ডল এই ক্যাম্পে এসে খুব খুশি। বুদ্ধদেববাবু বলেন, “এখানেই জানতে পারলাম শুধু খেললে ফিজিক্যাল ফিটনেস, স্ট্যামিনা বাড়বে না। বিজ্ঞানসম্মত রুটিন মেনে চলা দরকার।”
শিবিরের সূচনা করেন কৃষিবিপণন মন্ত্রী অরূপ রায়। ছিলেন আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়।




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.