সিপিএম পরিচালিত পুড়শুড়ার শ্রীরামপুর পঞ্চায়েতে প্রধান এবং উপপ্রধান পদে নির্বাচিত হলেন যথাক্রমে তৃণমূলের চণ্ডীচরণ পোড়েল এবং সুমিত্রা মালিক। শুক্রবার ব্লকের পঞ্চায়েত উন্নয়ন আধিকারিক মোহনলাল বরের উপস্থিতিতে নির্বাচন প্রক্রিয়া চলে। দীর্ঘদিন ধরে ওই পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান আসছিলেন না। মোহনলালবাবু জানান, আগের প্রধান বা উপপ্রধান কেউই পদত্যাগ করেননি। কিন্তু কোনও কিছু না জানিয়ে তাঁরা এক মাসের উপরে আসছেন না। তাই নিয়ম অনুযায়ী উপস্থিত সদস্যদের থেকেই ওই দুই পদে নির্বাচন করা হল। আগের প্রধান এবং উপপ্রধান আর তাঁদের পদে ফিরতে পারবেন না। তবে, তাঁরা সদস্য হিসেবে থেকে যাবেন।
পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, আগের উপপ্রধান সিপিএমের শিশির ঘোরুই বিধানসভা ভোটের ফল ঘোষণার পরের দিন থেকেই ঘরছাড়া। ওই দলেরই প্রধান দীনবন্ধু পাকিরার বিরুদ্ধে মাস খানেক আগে বিডিও দুর্নীতির অভিযোগ দায়ের করায় তিনি পালিয়ে যান। অবশেষে স্তব্ধ হয়ে যাওয়া পঞ্চায়েতকে সচল করল প্রশাসন। ওই পঞ্চায়েতের মোট ১৯ জন সদস্যের মধ্যে ১৩ জন সিপিএমের, ছ’জন তৃনমূলের। এ দিন হাজির ছিলেন সিপিএমের পাঁচ জন এবং তৃণমূলের ছ’জন। পুড়শুড়া পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তৃণমূলের কিঙ্কর মাইতি বলেন, “উন্নয়নে অনেক পিছিয়ে পড়া ওই পঞ্চায়েত এলাকায় সবাইকে নিয়েই কাজ করা হবে। বোর্ড সিপিএমেরই থাকছে। কাজের দায়িত্ব পালন করব আমরা।” পুড়শুড়ার সিপিএম জোনাল সম্পাদক সুখেন্দু অধিকারী বলেন, “এমনিতেই হুমকির জেরে আমাদের প্রধান কাজ করতে পারছিলেন না। এ বার মিথ্যে অভিযোগে সরিয়েই দিল।” |