|
|
|
|
হাওড়া উপনির্বাচন, তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
তৃণমূল সাংসদ অম্বিকা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর কারণে হাওড়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচন হবে ২ জুন। শুক্রবার নির্বাচন কমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে। উপনির্বাচনের দিন ঘোষণার অব্যবহিত পরেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তৃণমূলের সাধারণ পরিষদের সভায় মমতা হাওড়ার উপনির্বাচনে প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করেন।
অম্বিকাবাবু মারা যান ২৫ এপ্রিল ভোরে। তাঁর মৃত্যুর ৯ দিনের মধ্যেই উপনির্বাচনের দিন ঘোষণা হওয়ায় মমতা প্রশ্ন তোলেন, “এখনও পর্যন্ত অম্বিকাদার পারলৌকিক কাজ শেষ হয়নি। যাঁরা নির্বাচন ঘোষণা করেন, তাঁদের কাছ থেকে মানুষ এটুকু সৌজন্য আশা করতেই পারেন। তা ছাড়া মাস ছয়েকের মধ্যেই সারা দেশে সাধারণ নির্বাচন হবে। তাই একটি কেন্দ্রের উপনির্বাচনের জন্য এত তাড়া কীসের? এ সব কী হচ্ছে বুঝতে পারছি না!” এ দিন তৃণমূলের সভায় মমতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভোটে তাঁদের ভয় নেই। তাঁরা গত সেপ্টেম্বরে পঞ্চায়েতের ভোট চেয়েছিলেন। আর তাঁরা দ্রুত ভোট চান বলেই তৃণমূল আদালতে যায়নি। হাওড়ার উপনির্বাচনে তাঁরা একাই লড়বেন বলে মমতা ওই সভায় জানিয়েছেন। তিনি বলেছেন, অতীত অভিজ্ঞতায় দেখা গিয়েছে, তৃণমূল একলা চলে ভাল ফল করেছে। এ বারও ভাল ফল করার ব্যাপারে তিনি আশাবাদী।
বিরোধী বামফ্রন্ট বা কংগ্রেস অবশ্য এ দিন প্রার্থী ঘোষণা করেনি। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মহম্মদ সেলিম জানিয়েছেন, ফ্রন্টে আলোচনার পরে প্রার্থীর নাম ঘোষিত হবে। কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য এ দিন দিল্লি থেকে ফোনে জানান, দু-তিন দিনের মধ্যেই তাঁরা প্রার্থীর নাম চূড়ান্ত করবেন। হাওড়ার উপনির্বাচনে দলের প্রার্থী নিয়ে দিল্লির নেতৃত্বের সঙ্গে তিনি আলোচনা শুরু করেছেন।
এ দিন সন্ধ্যা থেকেই প্রসূনবাবু হাওড়ায় ঘুরতে শুরু করেছেন। সেখান থেকেই ফোনে বলেন, “আমাকে বহুদিন ধরেই দলের পক্ষ থেকে দাঁড়াতে বলা হচ্ছিল। মমতাদি আমাকে আগে আসানসোল ও ডায়মণ্ডহারবার থেকে দাঁড়াতে বলেছিলেন। ব্যাঙ্কের চাকরি ছেড়ে দিতে হবে বলে তখন দাঁড়াইনি। আরও দু’বছর ব্যাঙ্কের চাকরি আছে। তাই ছেড়ে দিয়ে দাঁড়াচ্ছি।” হাওড়ায় তাঁর পরিচিতির কথা জানাতে গিয়ে তিনি বলেন, “হাওড়ার লোক আমাকে ভালবাসে। সব ক্লাব আমাকে ভালবাসে। ওদের ডাকে নানা সামাজিক কাজে বারবার এসেছি। সেটাই আমার দলের বাইরেও ব্যক্তিগত মূলধন। হাওড়ার জন্য কিছু করতে চাই। তৃণমুলের জন্মলগ্ন থেকেই দলের সঙ্গে আছি।”
রাজারহাট পুরসভার চেয়ারম্যান সিপিএম নেতা তাপস চট্টোপাধ্যায়ের অতি ঘনিষ্ঠ প্রসূনবাবু। ওই পুরসভার সব অনুষ্ঠানেই উপস্থিত থাকতে দেখা যায় প্রসূনবাবুকে। প্রসিদ্ধ ফুটবল কোচ প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের সহোদর অর্জুন পুরস্কারপ্রাপ্ত প্রসূনবাবু ভারতীয় ফুটবল দলের অধিনায়কত্ব করেছেন। বাংলা সন্তোষ ট্রফি-জয়ী দলের অধিনায়ক ছিলেন। মমতা রেলমন্ত্রী থাকার সময় যাত্রী-সাচ্ছ্বন্দ্য সংক্রান্ত একটি কমিটির সদস্যও ছিলেন। সেই কমিটিতে থাকাকালীন প্রসূনবাবুর নানা কাজ নিয়ে মমতার সঙ্গে দূরত্ব বেড়েছিল। তখন কংগ্রেসের নানা মঞ্চে দেখা যেত প্রসূনবাবুকে। তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর আবার মমতার সঙ্গে দেখা যাচ্ছে তাঁকে।
বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি অবশ্য বলেন, “আমি বরাবরই দিদির সঙ্গে। তবে কেউ ভাল কাজে ডাকলে সেখানে যাই।” প্রসূনবাবুর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার সূত্রে কংগ্রেস হাওড়ায় শেষ পর্যন্ত প্রার্থী দেবে কি না, তা নিয়ে প্রশ্নের জবাবে প্রদীপবাবু স্পষ্ট বলেন, “হাওড়ায় কংগ্রেসকে প্রার্থী দিতেই হবে।”
এ দিন নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোট গণনা হবে ৫ জুন এবং মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৮ থেকে ১৫ মে পর্যন্ত। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৮ মে। |
|
|
|
|
|