|
|
|
|
জঙ্গি মোকাবিলায় নামছে এসএসবি
নিজস্ব সংবাদদাতা • পটনা |
কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি সশস্ত্র সীমা বল-কেও (এসএসবি) মাওবাদী মোকাবিলায় প্রস্তুত রাখা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সম্প্রতি ঝাড়খণ্ড এবং বিহারে এই নির্দেশিকা জারি করেছে। সেই অনুযায়ী বিহারে একটি এবং ঝাড়খণ্ডে দু’টি এসএসবি ব্যাটেলিয়নকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে। উল্লেখ্য, প্রতি ব্যাটেলিয়নে এক হাজার জওয়ান থাকে। আগামী মাসের মধ্যে এই দুই রাজ্যে জঙ্গি মোকাবিলায় অতিরিক্ত তিন হাজার জওয়ান তৈরি হয়ে যাবে। তারপর তাদের কাজে নামানো হবে।
সাধারণত, এই ধরনের অভিযানে সিআরপিএফ-ই মোতায়েন থাকে। এ বার তাদের সঙ্গে এসএসবিকে কেন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তা নিয়ে সশস্ত্র সীমা বলের আইজি আদিত্য মিশ্র বলেন, “সিআরপিএফের উপর থেকে চাপ কমাতেই কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত বলে মনে হচ্ছে। কেন্দ্রের নির্দেশে এই বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে।” রাজ্য পুলিশের এক ডিআইজি বলেন, “অতিরিক্ত চাপের ফলে অনেক ক্ষেত্রে সিআরপিএফের কাজে কিছুটা সমস্যা হচ্ছে। সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গোচরে আছে। সেই জন্যই হয়তো বিকল্প হিসেবে এসএসবিকে তৈরি রাখার কথা বলা হয়েছে।” তবে কি ধরনের সমস্যা হচ্ছে তা নিয়ে নির্দিষ্ট ভাবে ওই ডিআইজি মুখ খুলতে চাননি। এই দুই রাজ্যের সঙ্গে মাওবাদী প্রভাবিত অন্য রাজ্যগুলির ক্ষেত্রেও যে এই ব্যবস্থা নেওয়া হবে তার ইঙ্গিতও মিলেছে।
সশস্ত্র সীমা বল মূলত দেশের সীমান্ত এলাকা পাহারার কাজ করে থাকে। বিহারে মাওবাদী মোকাবিলায় এক ব্যাটেলিয়ন কোবরা বাহিনী-সহ মোট ছয় ব্যাটেলিয়ন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে। সিআরপিএফের ডিআইজি উমেশ কুমার বলেন, “রাজ্য সরকারের দাবি মেনে বিহারে আরও দুই ব্যাটেলিয়ন সিআরপিএফ দেওয়া হবে।” এ ছাড়াও এসএসবি-র প্রশিক্ষণ শেষ হলে দুই পড়শি রাজ্যের হাতে অতিরিক্ত বাহিনী মাওবাদী মোকাবিলার জন্য তৈরি থাকবে। বিহারে এই বাহিনীর প্রশিক্ষণ চলছে পশ্চিম চম্পারণের বাঘা এবং নরকাটিয়াগঞ্জে। বিহারের ১৫টি জেলা মাওবাদী অধ্যুষিত হিসেবে চিহ্নিত। |
|
|
|
|
|