|
|
|
|
ঝাড়খণ্ড বিধানসভা ভাঙার পথে কেন্দ্র
নিজস্ব সংবাদদাতা • রাঁচি ও নয়াদিল্লি |
ঝাড়খণ্ডে আর কোনও বিকল্প সরকার গঠন সম্ভব নয়, ধরে নিয়েই ওই রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়ার পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, এ বিষয়ে মন্ত্রিসভার নোট তৈরির কাজ শুরু হয়েছে। আগামী সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকেই এই প্রস্তাবে সিলমোহর বসবে বলে স্বরাষ্ট্র মন্ত্রকের আশা। মন্ত্রকের এক কর্তার বক্তব্য, “ঝাড়খণ্ডে রাষ্ট্রপতি শাসনের ছয় মাসের মেয়াদ শেষ হচ্ছে ১৮ জুলাই। কেন্দ্রীয় মন্ত্রিসভা বিধানসভা ভেঙে দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিলে ওর আগেই জুলাইয়ে ওই রাজ্যে বিধানসভা নির্বাচন হতে পারে।”
গত ১৮ জানুয়ারি ঝাড়খণ্ডে রাষ্ট্রপতি শাসন জারি হয়। তার আগে এ রাজ্যে ক্ষমতায় ছিল বিজেপি ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)-এর জোট সরকার। কিন্তু দু’দলের মধ্যে মতপার্থক্যের জেরে সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেয় শিবু সোরেনের জেএমএম। সরকার পড়ে গেলেও বিধানসভা মুলতুবি রেখেই রাজ্যপাল সৈয়দ আহমেদ কেন্দ্রের কাছে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করেছিলেন। যার জন্য বিজেপি রাজ্যপালের বিরুদ্ধে কংগ্রেসের হয়ে কাজ করার অভিযোগও তুলেছিল।
জেএমএমের সমর্থন প্রত্যাহারের অন্যতম কারণ ছিল মুখ্যমন্ত্রী বদল। শিবু চেয়েছিলেন ছেলে হেমন্তকে মুখ্যমন্ত্রীর গদিতে বসাতে। মুণ্ডা কিংবা বিজেপি, কেউই সেই দাবি না মানায় তিনি সমর্থন তুলে নেন। শিবুকে পাল্টা চাপ দিতে সরকার পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই বিজেপি মন্ত্রিসভা ভেঙে দেয় এবং বিধানসভা ভেঙে অবিলম্বে নির্বাচন করানোর জন্য রাজ্যপালের কাছে দাবি পেশ করে। সেই সময়ে ঝাড়খণ্ডের কংগ্রেস নেতৃত্ব শিবুর দলের সঙ্গে জোট গড়ে বিকল্প সরকার গড়তে উঠেপড়ে লাগলেও শেষ পর্যন্ত কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের আপত্তির জেরেই সেই জোট সরকার তৈরির বিষয়টি বাস্তবায়িত হয়নি। |
|
|
|
|
|