টুকরো খবর |
জখম ছাত্রীর মৃত্যু ধুবুরিতে
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি |
শুক্রবার সকালে এক যুবকের ধারাল অস্ত্রের আঘাতে জখম ধুবুরির বাসিন্দা স্কুল ছাত্রী পল্লবী দেবের (১৫) মৃত্যু হয়েছে। গত বুধবার থেকে পল্লবী গুয়াহাটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এই ঘটনায় কলেজ ছাত্র রাজা মাহাতোকে পুলিশ গ্রেফতার করেছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে গত বুধবার অটোর মধ্যে রাজা পল্লবীকে কোপায়। পল্লবী ভোলানাথ কলেজের একাদশ শ্রেণির বাণিজ্য শাখার ছাত্রী ছিল। এদিন সকালে তার মারা যাওয়ার খবরের জেরে শহরের স্কুল, কলেজ বন্ধ হয়ে যায়। কিছু দোকানপাটও বন্ধ ছিল। ধুবুরির পুলিশ সুপার মৃদুলানন্দ শর্মা বলেন, “খুনের ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। চিকিৎসাধীন ওই ছাত্র পুলিশ হেফাজতে রয়েছে। তদন্ত চলছে।” গত বুধবার সকল ৯টা নাগাদ বিদ্যাপাড়া রোডে চলন্ত অটোর মধ্যে গৌরীপুরের প্রমথেশ বড়ুয়া কলেজের বিকম তৃতীয় বর্ষের ছাত্র ধৃত রাজা পল্লবীকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করেন বলে অভিযোগ।
|
সজ্জন-বিরোধী বিক্ষোভ
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
সজ্জন কুমারের মুক্তি নিয়ে শুক্রবারও উত্তপ্ত দিল্লি। ১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গায় জড়িত থাকার অভিযোগ থেকে গত মঙ্গলবারই কংগ্রেস নেতা সজ্জন কুমারকে মুক্তি দিয়েছে দিল্লির এক স্থানীয় আদালত। তার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েছেন রাজধানীতে বসবাসকারী শিখেরা। বৃহস্পতিবার কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন প্রায় ছ’শো মানুষ। শুক্রবারও সেই ক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ল শহরে। যন্তরমন্তরের সামনে এ দিন অনশনে বসেন নীরপ্রীত কৌর। দাঙ্গায় তিনি তাঁর বাবাকে হারিয়েছিলেন।
|
গঙ্গার দিয়ারায় আগুন, মৃত চার
নিজস্ব সংবাদদাতা • পটনা |
ভয়াবহ অগ্নিকাণ্ডে চার জনের মৃত্যু হয়েছে। মারা গিয়েছে গরু, মোষ, এমনকী মহল্লার কুকুরও। বৈশালী জেলা সংলগ্ন গঙ্গা-গণ্ডকের মোহনায় রাঘোপুর দিয়ারার তিনটি গ্রামের প্রায় হাজার খানেক ঝুপড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। পুলিশের ধারণা, উনুন থেকে আগুন ছড়িয়েই বিপত্তি। জেলাশাসক জিতেন্দ্র শ্রীবাস্তব বলেন, “সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে।” পুলিশ জানিয়েছে, চরে হাওয়ার বেগ তীব্র থাকায় আগুন দ্রুত একের পর এক ঘরে ছড়িয়ে পড়ে। তাতেই মৃত্যু হয় চারজনের।
|
দুর্ঘটনায় মৃত ৫
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
তিনটি পৃথক পথ দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হল অসমে। জখম ৬ জন। প্রথম ঘটনাটি ঘটে সরাইঘাট সেতুর কাছে। দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে একটি বাইক ধাক্কা মারায় ঘটনাস্থলেই বাইক আরোহী বিরাজ দাস ও নয়ন বসুমাতারির মৃত্যু হয়। অন্য একটি ঘটনায়, নগাঁও জেলার দীঘলিটলি এলাকায়, গাড়ি ও বাইকের ধাক্কায় এক শিশু-সহ তিন জনের মৃত্যু হয়। উত্তেজিত জনতা গাড়িটি পুড়িয়ে দেয়। গত রাতে মরিগাঁও জেলার ধরমতুলে একটি বাস ও ট্রাকের মধ্যে ধাক্কায় বাসের চালক ও ৫ যাত্রী জখম হয়।
|
গ্রেফতার ১৬ বড়ো জঙ্গি
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
মায়ানমারে প্রশিক্ষণ নিতে যাওয়ার সময় গ্রেফতার হল এনডিএফবি-সংবিজিৎ গোষ্ঠীর ১৬ জন জঙ্গি। গত কাল রাত দুটো নাগাদ অসম-নাগাল্যান্ডের সীমানায়, নামতলা থেকে এই বড়ো জঙ্গিদের ধরা হয়। পুলিশ জানায়, আগাম খবর পেয়ে পুলিশ নামতলায় নজরদারি চালাচ্ছিল। একটি যাত্রীবাহী বাস থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ ধৃতদের জেরা করে জেনেছে, নব নিযুক্ত জঙ্গিদের কোহিমার একটি বাড়িতে রাখা হয়েছিল। কোহিমা থেকে মন হয়ে তাদের প্রথমে মায়ানমারে এনএসসিএন-খাপলাঙের চেনমো শিবিরে যাওয়ার কথা ছিল।
|
বৃদ্ধার উপর অত্যাচার
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ডাইনি অপবাদে এক বৃদ্ধার উপরে অত্যাচার করার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। লখিমপুর জেলার হারমুতি চা বাগানে গুয়ান্দ সোরেন নামে ৬৫ বছরের এক বৃদ্ধার উপরে গত রাতে কয়েকজন চড়াও হয়। ডাইনি বিদ্যা চর্চা করার অপবাদ দিয়ে তাঁর শরীরের নানা অংশ পুড়িয়ে দেওয়া হয়, কামড়ানো হয়। তিনি লখিমপুর হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ আজ অনিল তাঁতি, জুগনু কালান্দি, ভূষণ কালান্দি ও বিজয় তাঁতিকে গ্রেফতার করেছে।
|
মৃত তিন অটোযাত্রী
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
অটো দুর্ঘটনায় মৃত্যু হল তিন যাত্রীর। আজ বিকেলে জামশেদপুরের জুগসলাই থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, বিজয় ঘোষ, বাঙালি সাউ ও উদয়নাথ গুপ্ত নামে তিন অটোযাত্রী ঘটনাস্থলেই মারা যান। অটোটি বিষ্ণুপুর থেকে টাটানগর স্টেশন যাচ্ছিল। পাওয়ার হাউসের কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অটোটি একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করছিল। সেই সময় উল্টো দিক থেকে একটি ডাম্পার এসে অটোটিকে ধাক্কা মারে।
|
পাইলটদের ঘুম
সংবাদসংস্থা • মুম্বই |
এয়ার ইন্ডিয়ার ব্যাঙ্কক-দিল্লিগামী বিমানের ১৬৬ জন যাত্রী। বিমানটিকে ‘অটো পাইলট’-এ রেখে ঘুমোচ্ছিলেন ২ পাইলট। এক বিমানকর্মী ভুল করে ‘অটো-পাইলট’-এর সুইচ বন্ধ করলে জেগে ওঠেন পাইলটরা। |
|