দিন পনেরো আগে এলাকার পরিস্রুত পানীয় জলের পাইপ লাইনে ফাটল ধরা পড়ে। এর ফলে নলহাটির ১২ ও ১৫ নম্বর ওয়ার্ডে পানীয় জল পৌঁছচ্ছে না। পুরসভায় জানিয়েও কোনও লাভ হয়নি। এই ক্ষোভে শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ পুরসভার মূল গেটে তালা দিয়ে দেন বাসিন্দাদের একাংশ। ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাহেলা বিবির অভিযোগ, “পানীয় জল সরবরাহের ক্ষেত্রে পুরসভা ঠিক মতো কাজ করছে না।” তালা দেওয়ার খবর পেয়ে তৃণমূল কাউন্সিলর নির্মল মণ্ডল ও অশোক ঘোষ, কংগ্রেস কাউন্সিলর আয়েষা সিদ্দিকা-সহ পুরসভার অন্যান্য কর্মীরা যান। শেষ পর্যন্ত সাত দিনের মধ্যে পানীয় জলের পাইপ লাইন মেরামত করে দেওয়ার আশ্বাস দিলে বেলা ১১টা নাগাদ তালা খুলে দেন বাসিন্দারা।
অন্য দিকে, মুরারই থানার সুমোরপুর গ্রামে অবৈধ ভাবে নেওয়া জলের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে শুক্রবার বাধাপ্রাপ্ত হলেন জনস্বাস্থ্য কারিগরি দফতরের কর্মীরা। অবৈধ ভাবে নেওয়া জলের সংযোগ রেখে দেওয়ার দাবিতে ওই গ্রামের বাসিন্দারা বাঁশলই সেতুর কাছে রাজগ্রাম-মুরারই রাস্তা দেড় ঘণ্টা অবরোধ করেন। শেষ পর্যন্ত এলাকাবাসীর চাপে লাইনের সংযোগ বিচ্ছিন্ন না করেই ফিরে যান। আলোচনায় বসার আশ্বাসে অবরোধ উঠে যায়। জনস্বাস্থ্য কারিগরি দফতর সূত্রে জানা গিয়েছে, পরিস্রুত পানীয় জল প্রকল্পের পাইপ লাইন থেকে অবৈধ ভাবে জলের সংযোগ করে নিয়েছেন এলাকার বাসিন্দারা। জলপ্রকল্প রাজগ্রাম এলাকায় জলের সঙ্কট দেখা দিয়েছে। |