নাবালিকাকে ‘ধর্ষণ’, ধৃত
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
দশ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগে পড়শি এক ব্যাক্তিকে গ্রেফতার করল পুলিশ। সরকারি আইনজীবী ফিরোজকুমার পাল জানান, সুকুমার ঘোষ নামে বোলপুর থানা এলাকার অভিযুক্ত ওই ব্যক্তিকে শুক্রবার বোলপুর আদালতে হাজির করানো হলে এসিজেএম পীযূষ ঘোষ ১৪ দিন জেলহাজতের নির্দেশ দিয়েছেন। ওই নাবালিকার গোপন জবানবন্দী রেকর্ড করিয়েছেন। বৃহস্পতিবার রাতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ওই নাবালিকার মা অভিযোগে জানিয়েছেন, বাড়িতে না থাকার সুযোগে তাঁর মেয়েকে সুকুমার ধর্ষণ করেছেন। ফোনে বিষয়টি জানতে পেরে তিনি বাডি ফিরে রাতে থানায় যান। অভিযোগে তিনি আরও জানিয়েছেন, বিষয়টি থানায় না জানানোর জন্য প্রতিবেশীরাও চাপ দিয়েছেন। তাই স্থানীয় ব্যাবসাই সঙ্ঘের সহায়তায় তিনি অভিযোগ করেছেন। ওই নাবালিকার ডাক্তারি পরীক্ষার জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
|
রেলগেট ঘিরে সমস্যা
নিজস্ব সংবাদদাতা • খয়রাশোল |
ট্রেন বা মালগাড়ির দেখা নেই। অথচ প্রায় ঘণ্টা দু’য়েক ধরে বন্ধ রয়েছে লেভেল ক্রসিং-এর গেট। এই দেখে ক্ষুব্ধ হন ওই গেটে আটকে পড়া মানুষজন। আভিযোগ, যে কর্মীর উপর ওই গেটের দায়িত্ব, তিনি নিজের ইচ্ছে মতো গেট বন্ধ করে কোথাও চলে যান। যার জেরে সমস্যা তৈরি হয়। সমস্যাটি পূর্ব রেলের অন্ডাল-সাঁইথিয়া শাখার পাঁচড়া ২ নম্বর লেভেল ক্রসিং-এর। ওই কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ না জানালেও খয়রাশোলের আমাজোলা, বনপাতরা, বাগাশোলা, রানিপাথর, ময়নাডাল গ্রামের বাসিন্দাদের দাবি, ওই গেটের দায়িত্বে থাকা কর্মী প্রায়ই এমন কাজ করে থাকেন। এর ফলে ওই রাস্তা ব্যবহারকারী বেশ কয়েকটি গ্রামের মানুষকে আটকে থাকতে হয় অকারণে। শুক্রবার বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় রেল পুলিশ। ভবিষ্যতে এমন হবে বলে আশ্বাস দেয় রেল পুলিশ।
|
নলকূপ বিকল
নিজস্ব সংবাদদাতা • রাজনগর |
পাড়ায় পাড়ায় নলকূপ বিকল হয়ে রয়েছে বেশ কিছু দিন ধরে। পানীয় জলের জন্য কষ্ট করে বেশ কয়েকশো মিটার দূর থেকে জল আনতে হচ্ছে বাসিন্দাদের। স্থানীয় পঞ্চায়েতকে নলকূপ সারিয়ে দেওয়ার আবেদন জানিয়েও ফল পাওয়া যাচ্ছে না। এমনটাই অভিযোগ, রাজনগরের চন্দ্রপুর পঞ্চায়েত এলাকার ফরিদপুর গ্রামের মালপাড়া, বাউড়িপাড়া এবং ব্রাহ্মণপাড়ার বাসিন্দাদের। তাঁদের দাবি, বেশ কিছু দিন ধরে মালপাড়া, বাউড়িপাড়ার নলকূপ পুরোপুরি বিকল হয়ে রয়েছে। ব্রাহ্মণপাড়ার নলকূপেও ঠিকমতো জল উঠছে না। অথচ পঞ্চায়েত সেগুলি মেরামত করার ব্যবস্থা করেনি। অভিযোগ মানেননি চন্দ্রপুর পঞ্চায়তের উপপ্রধান সুকুমার সাধু। তাঁর দাবি, বেশ কিছু দিন আগে নয়, নলকূপ বিকল হয়ে থাকার কথা মঙ্গলবার জানিয়েছেন এলাকার মানুষ। ১ মে ছুটি ছিল, তাই কাজ হয়নি। দিন দু’য়েকের মধ্যে সমস্যা মিটে যাবে।
|
প্রতাপপুর বাঁধ
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
এই নামেই পরিচিত দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েত এলাকার প্রতাপপুর গ্রামে ঢোকার আগেই বিশাল এই পুকুরটি। দিন কয়েক আগে পর্যন্ত কচুরিপানা, ঘাস ও কলমির ডালে ঢেকে ছিল সেটি। প্রতাপপুর ও বৈদ্যনাথপুর গ্রাম দু’টির প্রায় হাজার দেড়েক বাসিন্দাদের স্নান, গৃহপালিত পশুর পানীয় জল ও প্রয়োজনে জমিতে সেচের কাজে ব্যবহৃত এক সময়ের ভরসার ওই পুকুরটি সংস্কারের দাবি ছিল দীর্ঘ দিনের। ত্রয়োদশ অর্থ কমিশনের টাকায় প্রায় সাড়ে তিন লক্ষ টাকায় পুকুরটি সংস্কার করিয়েছে স্থানীয় পঞ্চায়েত। খুশি এলাকার মানুষ। এই গ্রীষ্মে হাঁফ ছেড়ে বেঁচেছে ওই এলাকার পশুগুলিও।
|
ব্যবস্থা নিতে আর্জি
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
সারদা-কাণ্ডের কয়েক মাস আগে আর একটি লগ্নিকারী সংস্থা বহু আমানতকারীর টাকা আত্মসাৎ করে পালিয়েছে। শুক্রবার এই মর্মে ওই সংস্থার এজেন্ট ও আমানতকারীরা সিউড়ি জেলাশাসকের কাছে স্মারকলিপি দেন। ডিএম জগদীশপ্রসাদ মিনা বলেন, “আমি বাইরে আছি। পরে স্মারকলিপি দেখে ব্যবস্থা নেব।” |