টুকরো খবর
তাঁত শ্রমিকদের জন্য সরকারি সুযোগ সুবিধা
বর্ধমান তাঁত শ্রমিক কংগ্রেসের ১৪ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল বুধবার। পূর্বস্থলী ১ ব্লকের নসরৎপুর রেল বাজার ময়দানের একটি প্রেক্ষাগৃহে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি দোলা সেন, ক্ষুদ্র ও কুটির, ভূমি ও বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী স্বপন দেবনাথ। ছিলেন ধনেখালির বিধায়ক অসীমা পাত্র, কেতুগ্রামের বিধায়ক শেথ শাহানেওয়াজ, জামালপুরের বিধায়ক উজ্জ্বল প্রামাণিক, পূর্বস্থলী উত্তর কেন্দ্রের বিধায়ক তপন চট্টোপাধ্যায় ও কালনা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তি চাল-সহ অনেকেই। এ দিনের ওই অনুষ্ঠানে মে দিবসের তাৎপর্য নিয়ে কথা বলেন দোলা। স্বপনবাবু ও দোলা দেবী দু’জনেই বাম জমানায় তাঁত শিল্পের সঙ্কট নিয়ে আলোচনা করেন। স্বপনবাবু জানান, আগে যেখানে ১৮৪টি তাঁত সমবায় ছিল, এখন তা মোটে ৬৭টিতে এসে ঠেকেছে। বর্ধমান জেলায় ৫৫ হাজার হাতে চালানো তাঁতের সঙ্গে যুক্ত প্রায় দেড় লক্ষ তাঁত শ্রমিক যাতে পরিচয়পত্র, স্বাস্থ্য বিমা, ছেলেমেয়েদের শিক্ষা ভাতা-সহ নানা সরকারি সুযোগ সুবিধা পান, তা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হবে বলে বলে জানান স্বপনবাবু। চাঁদা তুলতে বা চাঁদা দিতে কর্মীদের নিষেধ করেন দোলা। এ দিনের সম্মেলনে সংগঠনের জেলা সভাপতি নির্বাচিত হন পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর এলাকার বাসিন্দা দিলীপ মল্লিক। একটি ৯ জনের কমিটি গঠিত হয় এ দিন। ঠিক হয়, আগামী ১৫ মে-র মধ্যে বিভিন্ন মহকুমায় সংগঠনের মহকুমা পর্যায়ের বৈঠকগুলি করা হবে।

ক্ষতবিক্ষত তরুণী উদ্ধার
ঘটনাস্থল। —নিজস্ব চিত্র।
রাস্তার পাশ থেকে ক্ষতবিক্ষত অবস্থায় এক তরুণীকে উদ্ধার করল পুলিশ। শুক্রবার পূর্বস্থলী ১ ব্লকের সুলুন্টু এলাকায় এসটিকেকে রোডের পাশে একটি পাওয়ারলুমের কাছে অর্ধনগ্ন অবস্থায় পড়ে ওই তরুণীকে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তিনি কোনও কথা বলতে পারছিলেন না। এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাঁকে কালনা হাসপাতালে ভর্তি করায়। হাসপাতাল সূত্রে খবর, বছর সাতাশের ওই তরুণীর সারা দেহে আঘাতের চিহ্ন রয়েছে। পরে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কালনা হাসপাতালের সুপার অভিরূপ মণ্ডল বলেন, “স্থানান্তরের সময়ে ওই তরুণী অচেতন অবস্থায় ছিলেন।” বিকেল পর্যন্ত তাঁর জ্ঞান ফেরেনি। যে এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়, সেই জায়গাটি দড়ি দিয়ে ঘিরে রেখেছে পুলিশ। পুলিশ জানায়, ওই তরুণীর নাম-পরিচয় জানা যায়নি। কী ভাবে সে জখম হল, তা জানার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

বধূ খুনে গ্রেফতার প্রধান
স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে বৃহস্পতিবার গভীর রাতে কাটোয়ার গিধগ্রামের পঞ্চায়েত প্রধান করুণাময় ভট্টাচার্যকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের বাড়ি কাটোয়ার কৈথন গ্রামে। পুলিশ সেখান থেকেই তাঁকে ধরে। শুক্রবার আদালতে তোলা হলে বিচারক করুণাময়বাবুর তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। পঞ্চায়েত প্রধানের স্ত্রী মৌসুমী ভট্টাচার্য (৩৫) মঙ্গলবার অগ্নিদগ্ধ হয়ে মারা যান। মৃতার বাবা, ভাতারের দাউদডাঙা গ্রামের বাসিন্দা অরূপ মুখোপাধ্যায় বুধবার বিকেলে জামাই ও তার দাদা হরিপদবাবু-সহ চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাঁর আরও অভিযোগ, করুণাময়বাবুর এক বন্ধু পুলিশের কাছে মিথ্যা পরিচয় দিয়ে মৌসুমীর দেহের ময়নাতদন্ত করিয়ে নিয়েছিল। তবে এ দিন আদালতে করুণাময় ভট্টাচার্য বলেন, “আমাকে ফাঁসানো হল।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাকি অভিযুক্তদেরও দ্রুত গ্রেফতার করা হবে।

কালনায় বনধ
নকশালদের ডাকা বন্ধ পালিত হল কালনায়। প্রতি বছরই ৩ মার্চ শহিদ দিবস উপলক্ষে কালনা মহকুমা ও নদিয়া জেলায় বন্ধ ডাকে নকশাল। খেয়াঘাট, আদালত চত্বর, স্টেশন এলাকায় পোস্টার সাঁটিয়ে এই বন্ধের ডাক দেওয়া হয়। এ দিন সেই বন্ধে কালনায় রাস্তাঘাট ছিল সুনসান। আদালত খোলা থাকলেও কাজে যোগ দেননি আইনজীবী ও ল-ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যেরা। শহরের বাজারগুলিতে ব্যবসায়ী ও ক্রেতাদের দেখা মিলেছে কম। নিভুজিবাজার এলাকায় দোকানপাট বন্ধ ছিল। কালনা-মেমারি রাস্তায় বাস চলাচল করেনি। তবে অন্য রুটে বাস চলেছে। মহকুমাশাসকের অফিস-সহ সমস্ত সরকারি দফতরই খোলা ছিল। তবে সেখানে অন্য দিনের মতো সাধারণ মানুষের উপস্থিতি চোখে পড়েনি। কালনা শহরের বাইরে মহকুমার অন্যত্র অবশ্য এই বন্ধের প্রভাব বিশেষ ছিল না।

টাকা-সহ ব্যাগ ছিনতাই
ব্যাঙ্ক থেকে টাকা তুলে ফেরার পথে টাকা সমেত ব্যাগ ছিনতাই হল এক ব্যক্তির। দিলীপকুমার কোলে নামে ওই ব্যক্তির বাড়ি কালনার বড়বহরকুলিতে। তিনি কালনা ২ ব্লকের সিঙ্গেরকোনের একটি ব্যাঙ্ক থেকে প্রায় ১ লক্ষ টাকা তোলেন। ভূমি ও ভূমি সংস্কার দফতরের সামনে দিয়ে মোটরবাইকে করে বাড়ি ফেরার পথে আর একটি মোটরবাইক এসে তাঁর সঙ্গে থাকা টাকা-সহ ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায় বলে দিলীপকুমারবাবু দাবি করেছেন। পুলিশকে তিনি জানান, মোট দু’জন ওই মোটরবাইকে ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

ছিনতাইয়ে ধৃত
ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। তাঁর নাম আব্বাস আলি শেখ ওরফে খেপা। নদিয়ার নাকাশিপাড়ার গোয়ালচাঁদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার কালনা মহকুমা আদালতে তোলা হলে তার ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ হয়েছে। পুলিশ জানায়, গত ১৪ ফেব্রুয়ারি মন্তেশ্বরের বিকাশ মণ্ডল নামে এক ব্যবসায়ীর লক্ষাধিক টাকা ছিনতাই করে দুষ্কৃতীরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.